Advertisement
Advertisement

Breaking News

দলে দলে ভক্তরা চলেছেন নবদ্বীপ, কেন জানেন?

নয়া মূর্তির টানেই দলে দলে ভক্তরা চলেছেন নবদ্বীপ ধামে।

Largest Statue of  Mahaprabhu now in Nabadwip
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 5, 2017 8:50 am
  • Updated:March 5, 2017 8:50 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার সকাল থেকেই চোখে পড়ছে দৃশ্যটি। বহু বাঙালির গন্তব্য নবদ্বীপ ধাম। মহাপ্রভুর ভক্তিরসের টানে প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় নবদ্বীপে ধামে। তবে গতকাল অর্থাৎ শনিবারটা নবদ্বীপের জন্য তো বটেই বাংলার জন্যও বিশেষ গর্বের মুহূর্তের। আর তাই দলে দলে মানুষ চলেছেন মহাপ্রভুর জন্মস্থানে।

সোপরে সেনা ছাউনির অদূরেই বিস্ফোরণ, জখম তিন স্থানীয় বাসিন্দা

কিন্তু কী কৃতিত্ব অর্জন করল নবদ্বীপ? এমনিই মহাপ্রভুর জন্মস্থান হিসেবে এ স্থানের ঐতিহাসিক মাহাত্ম্য কম নয়। ভক্তদের কাছে যেমন, তেমনই প্রাচীন এই জনপদের আকর্ষণ গবেষকদের কাছেও। সেই আকর্ষণে বাড়তি মাত্রা যোগ হল শনিবার থেকে। কেননা গতকালই নবদ্বীপে উন্মোচিত হয়েছে সবথেকে বড় চৈতন্যদেবের মূর্তি।

Advertisement

জেহাদিদের নির্মূল করতে রাষ্ট্রসংঘের কাছে অভিন্ন জন্মনিয়ন্ত্রণ বিধি চায় VHP

মহাপ্রভুর জন্মস্থানে এর আগেও অনেক নয়নাভিরাম মূর্তি স্থাপিত হয়েছে। প্রাচীন ও নতুন মন্দিরে সাজানো শ্রীধাম নবদ্বীপ। সেই ট্রাডিশনে যোগ হল নতুন মাত্রা। মহাপ্রভুর এই মূর্তিটির উচ্চতা প্রায় ৬০ ফুট। খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। এত বড় চৈতন্য মূর্তি বিশ্বের আর কোথাও নেই বলেই দাবি মন্দির কর্তৃপক্ষের। চারধামের আদলে সাজানো মন্দিরে এই মূর্তি ছাড়াও আছে বহু দর্শনীয় জিনিস। মহাপ্রভু ও শ্রীকৃষ্ণের জীবনের লীলা তুলে ধরা হয়েছে মন্দিরে। আর এই নয়া মূর্তির টানেই দলে দলে ভক্তরা চলেছেন নবদ্বীপ ধামে। বাংলার জন্যও এই মূর্তি যে গর্বের, তা বলার অপেক্ষা রাখে না।

Advertisement

৫ বছরের মধ্যে চাকরি ছাড়লেও মার যাবে না গ্র্যাচুইটির টাকা!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ