Advertisement
Advertisement

রেললাইন পার হতে গিয়ে বিপত্তি, ট্রেনের ধাক্কায় মৃত পূর্ণবয়স্ক চিতাবাঘ

ফের ট্রেনের ধাক্কায় পশুর মৃত্যু।

Leaperd died due to train accident in Siliguri
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 9, 2018 6:27 pm
  • Updated:August 9, 2018 6:27 pm

শুভদীপ রায় নন্দী: চা বাগানের এক প্রান্তে রেললাইন। রেললাইনে দিকটা ঝোপ-জঙ্গলে ভরা। সেই ঝোপের আড়ালেই ঘাপটি মেরে বসে আছে চিতাবাঘ! বৃহস্পতিবার সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিলিগুড়ি লাগোয়া বাগডোগরার অটল চা বাগানে। খবর দেওয়া হয় বন দপ্তরে। কিন্তু বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘটে গেল দুর্ঘটা।  রেললাইন থেকে পূর্ণবয়ষ্ক চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। প্রাথমিক তদন্তে অনুমান, ট্রেনের ধাক্কায় মারা গিয়েছে প্রাণীটি।

[ছাত্র সংসদের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, উত্তপ্ত জলপাইগুড়ি মহিলা কলেজ]

Advertisement

বাগডোগরার অটল চা বাগানের পাশে গভীর জঙ্গল। জঙ্গল আর চা বাগানের মাঝ বরাবর চলে গিয়েছে রেললাইন। বনকর্মীদের অনুমান, রাতে সম্ভবত রেললাইন পেরিয়ে চা বাগানে ঢুকতে গিয়েছিল চিতাবাঘটি। আর তখনই ঘটে দুর্ঘটনা। বাঘটিকে ধাক্কা মারে ট্রেন। মারা যায় পশুটি। রাতভর রেললাইনে পড়েছিল মৃতদেহ। বৃহস্পতিবার সকালে মৃত চিতাবাঘটিকে দেখতে পান অটল চা বাগানের শ্রমিকরা। বনকর্মীর জানিয়েছেন, বাঘটির মুখে ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। সাধারণত ট্রেনের ধাক্কায় মৃত্যু হলে এমন আঘাত লাগে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে বনদপ্তর। কার্শিয়াং বিভাগের ডিএফও সন্দীপ বেরোয়াল জানিয়েছেন, ‘রেললাইনে যেভাবে চিতাবাঘের মৃতদেহটি পড়েছিল, তাতে মনে হচ্ছে ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে এলেই মৃত্যু সঠিক কারণ জানা যাবে।’  কয়েক দিন আগে ডুয়ার্সের বানারহাটে লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিল একটি স্ত্রী হাতি ও তার শাবক। ঘটনার প্রতিবাদে মৃত হাতিদের ঘিরে  বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। হয় রেল অবরোধও।

Advertisement

[ ডাকঘরের ২০০ আমানতকারীর কোটি টাকা হাতিয়ে উধাও পোস্টমাস্টার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ