Advertisement
Advertisement

Breaking News

সরকারি বালিকা বিদ্যালয়ে মধুচক্রের আসর, চাঞ্চল্য উত্তরপাড়ায়

মুখে কুলুপ স্কুল কর্তৃপক্ষের।

Locals allege flesh trade in Hooghly schoo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 7, 2018 1:47 pm
  • Updated:September 13, 2019 7:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়েদের স্কুলে রমরমিয়ে চলছে মধুচক্র! হুগলির উত্তরপাড়ায় একটি সরকারি স্কুলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে কোতরং আদর্শ বালিকা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ স্কুলে আটকে রাখা হয় এক মহিলা কর্মী, তাঁর মেয়ে ও মেয়ের পুরুষ বন্ধুকে। খবর পেয়ে স্কুলে যায় উত্তরপাড়া থানার পুলিশ। ওই তিনজনকে উদ্ধার করে থানায় যাওয়া হয়। যদিও এই ঘটনায় থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। মুখে কুলুপ এটেছে কোতরং আদর্শ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ।

[মহিলা থানায় ঢুকে মোবাইলে ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার ১ যুবক]

Advertisement

হুগলির উত্তরপাড়ায় অন্যতম পুরনো সরকারি স্কুল কোতরং আদর্শ বালিকা বিদ্যালয়। স্কুলে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চলে। পড়ুয়ার সংখ্যা হাজারেরও বেশি। স্কুলের গ্রুপ ডি পদে চাকরি করেন এক মহিলা। স্কুলের বিল্ডিংয়ের একটি ঘরে যুবতী মেয়েকে নিয়ে থাকেন তিনি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবতীর সঙ্গে পরিচয়ের সুবাদে স্কুলে নিয়মিত যাতায়াত করেন এক যুবক। অভিযোগ, কোতরং আদর্শ বালিকা বিদ্যালয়ে মধুচক্র চালায় সে। মঙ্গলবারও যথারীতি রাত দশটা নাগাদ ওই মহিলা কর্মীর মেয়ের সঙ্গে দেখা করতে স্কুলে এসেছিল ওই যুবক। বিষয়টি জানতে পেরেই স্কুলের সামনে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। স্কুলের ওই মহিলা কর্মী, তাঁর মেয়ে ও ওই যুবককে স্কুলে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। স্কুলে গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। ঘটনায় এখনও পর্যন্ত থানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। কিন্তু, সরকারি বালিকা বিদ্যালয়ে বহিরাগত যুবক কীভাবে মধুচক্র চালাচ্ছিল?  স্কুল কর্তৃপক্ষ কী বলছে? মুখে কুলুপ এটেছে কোতরং আদর্শ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ।

Advertisement

[টেনেটুনে পাশ করায় ছাত্রকে বেধড়ক মারধর, শিক্ষকের বিরুদ্ধে এফআইআর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ