Advertisement
Advertisement
Lok Sabha Polls 2024

অজয় ‘হাত’ ধরতেই পাহাড়ে কংগ্রেসে বিদ্রোহ, দল ছাড়তে পারেন বিনয়!

পাহাড়ে কংগ্রেসের প্রার্থী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ে ক্ষুব্ধ বিনয়।

Lok Sabha Polls 2024: Binay Tamang may leave Congress
Published by: Subhajit Mandal
  • Posted:March 28, 2024 9:40 pm
  • Updated:March 28, 2024 11:02 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মরা গাঙে জোয়ার আসার ইঙ্গিত মিলেছিল। কিন্তু সেই জোয়ার আসার আগেই ভাঁটার টান। পাহাড়ে কংগ্রেসের অন্দরে ফের বিদ্রোহ। অজয় এডওয়ার্ডস বা মুনিশ তামাংকে দার্জিলিংয়ে কংগ্রেসের প্রার্থী করা হলে তাঁকে সমর্থন নয়। সাফ বলে দিলেন বিনয় তামাং। সূত্রের খবর, হাই কম্যান্ড তাঁর কথা না শুনলে তিনি দলত্যাগও করতে পারেন।

মাস কয়েক আগেই বিনয় তামাং (Binoy Tamang) কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁকে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক করেছেন অধীর চৌধুরী। শোনা যায়, তাঁকে দলের তরফে লোকসভার টিকিট দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন অধীর। গত কয়েক মাস ধরেই পাহাড়ে জল্পনা, বিনয় তামাং কংগ্রেসের প্রার্থী হতে পারেন। তাঁকে সমর্থন করতে পারে অজয় এডওয়ার্ডসের হামরো পার্টি-সহ পাহাড়ের অন্যান্য সংগঠন। কিন্তু গত কয়েকদিনে পরিস্থিতি পালটে গিয়েছে। বিনয়কে সমর্থনের রাস্তা থেকে সরে এসে অজয় নিজে বা নিজের অনুগামী কাউকে নির্দল হয়ে দাঁড় করানোর চেষ্টা শুরু করেছেন।

Advertisement

[আরও পড়ুন: জনগর্জন যাত্রা যেন জনপ্লাবন! দুই সপ্তাহে অধিকার যাত্রা ১০০-র বেশি বিধানসভা কেন্দ্রে]

এর মধ্যে আসরে নেমেছেন গোর্খা জনমুক্তি মোর্চার (GJMM) বিমল গুরুংও। মঙ্গলবারই বিমল গুরুংয়ের সঙ্গে আলাদা বৈঠক করেছেন অজয়। তার পরই উড়ে গিয়েছেন দিল্লিতে। বৃহস্পতিবার সরকারিভাবে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছেন তিনি। একই সঙ্গে সরাসরি কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতীয় গোর্খা পরিসঙ্গ নেতা মুনিশ তামাং। সূত্রের দাবি, তাঁর অনুগামী মুনিশকে প্রার্থী করা হবে এই শর্তেই ইন্ডিয়া জোটে যোগ দিয়েছেন অজয় (Ajay Edwards)। এই মুনিশ একাধারে গোর্খা পরিসঙ্গের নেতা এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও।

Advertisement

[আরও পড়ুন : ইডির উপর হামলার সময় বাড়ির পাশেই ছিলেন শাহজাহান, আদালতে দাবি সিবিআইয়ের]

এখন যা পরিস্থিতি তাতে পাহাড়ে কংগ্রেসের প্রার্থী হওয়ার দৌড়ে বিনয়ের থেকে এগিয়ে গিয়েছেন মুনিশ। তাতেই খাপ্পা বিনয়। তিনি এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন, অজয় এডওয়ার্ডস বা মুনিশ তামাংকে প্রার্থী করা হলে তিনি সমর্থন করবেন না। বিনয়ের অভিযোগ, দিল্লির কয়েকজন নেতা, যারা পর্যটক হিসাবেও পাহাড়ে কোনওদিন আসেননি, তাঁরা কংগ্রেস হাই কম্যান্ডকে এই সিদ্ধান্ত নিতে প্ররোচনা দিয়েছে। এই অপচেষ্টাকে তিনি সমর্থন করেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ