৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

লোকসভা ভোট Live: ছাপ্পার অভিযোগে ধরনা নিশীথের, কেন্দ্রীয় বাহিনী-নিরাপত্তারক্ষী সংঘর্ষ

Published by: Tanumoy Ghosal |    Posted: April 11, 2019 8:58 am|    Updated: April 22, 2019 3:14 pm

Loksabha Election 2019 First Phase: Live Updates

রাজ্যে শুরু প্রথম দফার লোকসভা ভোট। বিক্ষিপ্ত অশান্তির আবহে ভোটগ্রহণ মিটল দুই লোকসভা কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে। 

রাত ৮টা ৩০: শেষ পাওয়া গণনা অনুযায়ী, কোচবিহারে ভোট পড়েছে ৮৫.২৪ শতাংশ৷

সন্ধে ৭টা ৩০:  ভোট শেষ হতে না হতেই পুনির্নির্বাচনের দাবিতে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান নিশীথ প্রামাণিকের৷ কেন্দ্রীয় বাহিনী, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তাঁর নিরাপত্তা রক্ষীদের৷ ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপি প্রার্থীর৷

বিকেল ৫টা ৩০:  বিকেল ৫টা পর্যন্ত কোচবিহারে ভোটদানের হার ৮১ শতাংশ৷

বিকেল পৌনে ৪টে:  প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধা, ভোট দিতে দেওয়া হয়নি মহিলাদের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ জানাল বিজেপি। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন।

দুপুর ১টা ৫০: দুপুর ১টা পর্যন্ত কোচবিহার লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৫.৪৪ শতাংশ। একই সময়ে আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫৬ শতাংশ।

দুপুর ১টা ১৩:  ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। কোচবিহারের দিনহাটার গড়পুরা প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের।

দুপুর ১টা:  কোচবিহারের মাথাভাঙায় আক্রান্ত বামপ্রার্থী গোবিন্দ রায়। পচাগড় এলাকার বুথ পরিদর্শনের সময়ে তাঁর গাড়িতে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী।

১১টা ৪৩:  সকাল ১১টা পর্যন্ত আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে ৪৩.২০ শতাংশ। একই সময়ে কোচবিহারে ভোট পড়েছে ৩৭.৮৫ শতাংশ।

সকাল ১১টা:  কোচবিহারের দিনহাটার ভেটাগুড়ির একটি বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

সকাল ১০টা ৫৭:  আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নাগরাকাটা বিধানসভার একটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে বিজেপি প্রার্থী জন বারলা।

সকাল ১০টা ৩০: কোচবিহার লোকসভা কেন্দ্রে ৩০ বুথে গণ্ডগোল। দাবি করলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক।

সকাল ১০টা ১৭:  কোচবিহারের নাটাবাড়ি বিধানসভাকেন্দ্রের দক্ষিণ ডাউয়াগুড়ি প্রাথমিক স্কুলের ভোট দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

সকাল ১০টা: দিনহাটা মহকুমার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের রসমণ্ডা স্কুলে ভোটগ্রহণের সময় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত বেশ কয়েকজন বিজেপি সমর্থক। ঘটনার রিপোর্ট চাইল কমিশন।  

সকাল ৭টা ৩০: কোচবিহারের মাথাভাঙায় অশান্তি। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের উপর হামলা। ঘটনায় পঞ্চায়েত প্রধান-সহ আহত ৩। রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

সকাল ৭টা ১৫: কোচবিহারের গীতালদহে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে বাধা।

সকাল ৮টা:  কোচবিহার শহরের সুনীতি অ্যাকাডেমি স্কুলের বাইরে ভোটারদের বিক্ষোভ। ভোট দিতে না পেরে বিক্ষোভে দেখান তাঁরা।

 সকাল ৮টা ২০:  আলিপুরদুয়ারে বিতর্কে তৃণমূল প্রার্থী দশরথ তিরকে। দলের প্রতীক লাগিয়ে ভোট দিতে যান তিনি। বিরোধী এজেন্ট ও ভোটকর্মীদের আপত্তিতে ভোট দিতে পারলেন না তৃণমূল প্রার্থী।

সকাল ৯টা: আলিপুরদুয়ারের বানারহাটে ভোট দিলেন বিজেপি প্রার্থী জন বারলা।

সকাল ৭টা ২১:  কোচবিহারে ভোট দিলেন কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরি।

সকাল ৯টা ৪১: কোচবিহারে বেশিরভাগ বুথেই ইভিএম খারাপ। কারচুপির অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জেলাশাসককে ফোন।

সকাল ৯টা ১৬: কোচবিহারে বুথে রান্না করে আধিকারিক ও ভোটকর্মীদের খাওয়ানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরি। 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে