Advertisement
Advertisement

Breaking News

বাঁকুড়ায় ভোটের মুখে ফের আটক বিস্ফোরক বোঝাই লরি, গ্রেপ্তার চালক

ডিটোনেটর, জিলেটিন স্টিক-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত।

Lorry full of explosive seized in Bankura again
Published by: Tanumoy Ghosal
  • Posted:March 17, 2019 10:16 am
  • Updated:March 17, 2019 10:16 am

টিটুন মল্লিক, বাঁকুড়া: শালতোড়, ইদপুরের পর এবার বেলিয়াতোড়। ভোটের মুখে ফের বিস্ফোরক উদ্ধার বাঁকুড়ায়। রাতের নাকা তল্লাশির সময় বেলিয়াতোড়ের জোড়া হোটেল এলাকায় একটি বিস্ফোরক বোঝাই লরি আটক করে পুলিশ। লরি থেকে ডিটোনেটর, জিলেটিন স্টিক-সহ বিপুল পরিমাণ বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে লরির চালককে।

[ নির্বাচনের আগে বাঁকুড়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, গ্রেপ্তার ১]

Advertisement

লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। বাঁকুড়ার দুটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ ১২ মে। জেলাজুড়ে নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, তেমনি শুরু হয়েছে ধরপাকড়ও। রাতে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। জানা গিয়েছে, শনিবার রাতে বেলিয়াতোড়ের জোড়া হোটেল এলাকায় নাকা তল্লাশির সময়ে একটি লরিকে আটক করেন পুলিশকর্মীরা। পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, চালকের কাছে লরির কোনও বৈধ কাগজ ছিল না। যখন তল্লাশি চালাচ্ছিলেন পুলিশকর্মীরা, তখনই লরি থেকে ৬৬ প্যাকেট ডিটোনেটর, ২৫০প্যাকেট পাওয়ার জেল জিলেটিন স্টিক ও ২২৯ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয়েছে লরির চালককে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লরির চালক জানিয়েছে, খাদানের ব্যবহারের জন্য তেলেঙ্গানা থেকে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল বীরভূমে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে বাঁকুড়া খাতড়া মহকুমার ইদপুরের এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ ও সিআইডি। বৃহস্পতিবার সকালে বিস্ফোরক পাওয়া যায় বাঁকুড়ার শালতোড়ের এক গুদামে।

[ ভস্মীভূত দক্ষিণেশ্বরের ঝুপড়ি, ছাইয়ের ভিতর শেষ সম্বলের খোঁজ আশ্রয়হীনদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ