Advertisement
Advertisement

নাবালিকার আত্মহত্যার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

অভিযোগ, প্রাক্তন স্বামী আপত্তিজনক ছবি ফেসবুকে আপলোড করায় অপমানে আত্মঘাতী হয় নাবালিকা

Main accuse arrested in Minor girl suicide case of Bishnupur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 3:59 pm
  • Updated:September 13, 2016 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকে আপত্তিজনক ছবি পোস্টের জেরে নাবালিকার আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ সোমবার গভীর রাতে খড়িবেড়িয়া এলাকা থেকে অভিযুক্ত মিঠুনকে গ্রেফতার করা হয়৷

পুলিশ সূত্রে খবর, বছরের দু’য়েক আগে বাড়ি থেকে পালিয়ে মিঠুনকে বিয়ে করেছিল বিষ্ণুপুরের নাবালিকা৷ দু’জনে মিলে বেশ কিছুদিন সংসারও করেছিলেন৷ কিন্তু কয়েক মাস আগেই সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল৷ মৃতা নাবালিকার পরিবারের অভিযোগ, সম্পর্ক ভাঙার পর থেকে নাবালিকাকে উত্যক্ত করত মিঠুন৷ রাস্তাঘাটে বারংবার এরকম ঘটনা ঘটলে প্রতিবাদ করেন নাবালিকার মা৷ তাতে উল্টে তাঁকেই মারধরের হুমকি দেওয়া হয়৷

Advertisement

পুরো ঘটনা স্থানীয় থানায় জানিয়েও রেখেছিলেন তাঁরা৷ কিন্তু পুলিশের তরফে বিশেষ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ পরিবারের৷ ফলে নাবালিকাকে উত্যক্ত করা আরও বাড়ায় ওই যুবক৷ ফেসবুকে একের পর এক অশ্লীল ছবি পোস্ট করতে থাকে বলে জানা গিয়েছে৷ নাবালিকার পরিবারের পক্ষ থেকে এ কাজ করতে মানা করা হলেও কথায় কান দেয়নি সে৷ এমনকী নাবালিকার দাদাকে যুবকটি জানায়, এর শেষ দেখে তবে সে ছাড়বে৷ ক্রমাগত আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ায় আপমানে আত্মঘাতী হন ওই নাবালিকা৷

সোমবার সকালে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন৷ মৃতা নাবালিকার পরিবারের অভিযোগ, পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা নিলে অকালে চলে যেতে হত না তাকে৷ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল মিঠুন ও তার পরিবার৷ সোমবার গভীর রাতে তাকে হেফাজতে নেয় পুলিশ৷ চলছে জিজ্ঞাসাবাদ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement