Advertisement
Advertisement

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে বেরল জাল নোট! চাঞ্চল্য মালবাজারে

ঘটনার তদন্তের দাবি তুলেছেন আতঙ্কিত গ্রাহকরা৷

Malbazar ATM dispenses ‘fake’ currency note
Published by: Tanumoy Ghosal
  • Posted:August 29, 2018 6:56 pm
  • Updated:August 29, 2018 6:56 pm

অরূপ বসাক, মালবাজার: পাঞ্চাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি থেকে নীরব মোদির ঋণখেলাপির ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ৷ বিদেশে পালিয়ে গিয়েছেন ওই হীরে ব্যবসায়ী৷ আর এবার রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের এটিএম থেকে বেরল ১০০ টাকা জালনোট! শোরগোল পড়েছে মালবাজারের মেটেলিতে৷ তদন্তের দাবি ওঠেছে৷

[দ্বিতীয়বার বিয়ে! জামাইকে গাছে বেঁধে গণপ্রহার শ্বশুরবাড়ির]

Advertisement

মালবাজারের মেটেলি ব্লকের বাতাবাড়িতে থাকেন পিংকু রহমান৷ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি-র গ্রাহক তিনি৷ বুধবার সকালে শহরের ফার্মবাজার এলাকার একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন পিংকু৷ এটিএমটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরই৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পিংকু রহমানের দাবি, এটিএম থেকে ১০ হাজার টাকা তুলেছিলেন৷ সবকটি ১০০ টাকার নোট৷ কিন্তু তারমধ্যে একটি একশোর টাকার নোট জাল! আর একটি নোট ছেঁড়া! পিএনবির বাতাবাড়ি শাখার ম্যানেজারকে ঘটনাটি জানান পিংকু৷ ওই যুবকের দাবি, তাঁকে এটিএম টাকা ভরার গাড়িতে ওই দুটি নোট জমা দিতে বলেছিলেন ব্যাংক ম্যানেজার৷ কিন্তু, এটিএমের গাড়িতে টাকা জমা দিতে গেলে, জলপাইগুড়ি শহরে পিএনবি-র হেড অফিসে যেতে বলা হয়৷ এটিএম থেকে তুলতে গিয়ে হয়রানির ঘটনা বিরক্ত পিংকু রহমান৷ তাঁর প্রশ্ন, মাত্র দুটি একশো টাকার বদলানোর জন্য কেন ২০০ টাকা খরচ করে জলপাইগুড়ি শহরে যাবেন? এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে জাল নোট বেরনোর ঘটনায় আতঙ্কিত গ্রাহক৷ তদন্তের দাবি তুলেছেন তাঁরা৷ 

Advertisement

দিন কয়েক আগে হাওড়ার বালির একটি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে ব্রাউন পেপার পেয়েছিলেন এক গ্রাহক৷ বেসরকারি ব্যাংকের এক গ্রাহকের দাবি, বালি বাজার এলাকার এটিএম থেকে ৬ হাজার টাকা তুলতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু নির্দিষ্ট অংকের টাকা মেলেনি৷ উলটে এটিএম থেকে দুটি দুই হাজার টাকার নোটের সঙ্গে বেরিয়ে আসে একটি ব্রাউন পেপার! থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গ্রাহক৷

[ সেপ্টেম্বর থেকেই অনলাইনে কেনা যাবে রবীন্দ্র রচনাবলী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ