Advertisement
Advertisement

Breaking News

সিঙ্গুরের খোঁজ নিতে রোম থেকে ফোন মুখ্যমন্ত্রীর

তিনি পুরমন্ত্রীর কাছে খোঁজ নেন সিঙ্গুরের জমিকে চাষযোগ্য করে তোলার কাজ কেমন চলছে৷

Mamata Banerjee calls to know the status of Singur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 6, 2016 10:08 am
  • Updated:June 23, 2022 7:51 pm

অনির্বাণ বিশ্বাস: রোম থেকে সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর ফোন আসে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে৷ তিনি পুরমন্ত্রীর কাছে খোঁজ নেন সিঙ্গুরের জমিকে চাষযোগ্য করে তোলার কাজ কেমন চলছে৷ প্রসঙ্গত, এদিন দুপুরে সিঙ্গুরে যান পুরমন্ত্রী৷ জেলাশাসক ও বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে পুরো বিষয়টি নিয়ে আলোচনাও করেন৷ মহাকরণে ফিরে আসার পরই মুখ্যমন্ত্রীকে কাজের অগ্রগতি, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে বিস্তারিত রিপোর্ট দেন পুরমন্ত্রী৷

পরিত্যক্ত জমিতে আগাছা ও জঙ্গল সাফাইয়ের কাজ দ্রূত শেষ হওয়ার কথা তবে রোদ উঠলে হার্ভেস্টর মেশিনগুলি সঠিক ভাবে কাজ করবে ফলে কাজের গতি আরও বাড়বে৷ আজ, থেকেই সিঙ্গুরের চাষিদের চেক বিলি শুরু করছে সরকার৷ পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজে উপস্থিত থেকে বিডিও ও এসডিওদের মাধ্যমে চেক বিলি করবেন বলে জানিয়েছেন৷

Advertisement

এদিন কারখানার অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম জেলাশাসক সঞ্জয় বনশল, তৃণমূলের জেলা সভাপতি তথা মন্ত্রী তপন দাশগুপ্ত, বেচারাম মান্না ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও হুগলি জেলাপরিষদের সভাধিপতি মেহবুব রহমানের সঙ্গে বৈঠকে বসেন৷ জেলা প্রশাসন সূত্রে খবব, প্রায় ১৫০ একর জমির জরিপের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে৷ একই সঙ্গে পাল্লা দিয়ে চলছে জমির মালিকের সম্বন্ধে তথ্য জানা ও সরকারি কাগজপত্র নির্ভুল করার কাজ৷ অসমর্থিত সূত্রে খবর, আগামী ১৪ই  সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সিঙ্গুরে যে সভা হবে সেই মঞ্চ থেকেই বেশ কয়েকজন কৃষকদের হাতে চাষযোগ্য জমি তুলে দেওয়া হতে পারে৷ তাই দ্রুত গতিতে বিদ্যুতের দুটি সাব স্টেশন খোলার কাজও এগোচ্ছে৷ এখন যদিও কিছু অনিচ্ছুক কৃষকের দাবি জমি না ফিরিয়ে তাতে শিল্প হোক আবার কেউ বলছেন জমির সাথে গত দশ বছরের ক্ষতিপূরণ চাই সুদ সমেত৷ কিন্তু শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী কাজ হবে তা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবুও কারুর কোন দাবি থাকলে সে নির্দ্বিধায় মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন বলেই দাবি করছেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ তিনি পরিষ্কার জানিয়ে দেন সুপ্রিম কোটের নির্দেশ সরকার মানছে৷ অতিরিক্ত কিছু করা তাদের পক্ষে সম্ভব নয়৷ অন্যদিকে জমি অধিগ্রহণ দফতরের যে ক্যাম্পগুলি বন্ধ হয়ে যায় তা মঙ্গলবার থেকে আবার খোলা হবে বলে জানা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে৷

Advertisement

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ