Advertisement
Advertisement

Breaking News

সন্ত্রাস ও সাম্প্রদায়িক সন্ত্রাসের নিন্দায় মুখ্যমন্ত্রী

সার্জিক্যাল স্ট্রাইকের পর যে ঘরোয়া রাজনীতি শুরু হয়েছে তা সচেতনভাবে এড়িয়েই সামগ্রিকভাবে সন্ত্রাসের নিন্দা করেলেন তিনি৷

Mamata Banerjee Condemns Terrorism and Communal terrorism
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 17, 2016 6:19 pm
  • Updated:July 29, 2019 12:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলতে থাকা সন্ত্রাস যেমন শান্তি-স্থিতি ও সমৃদ্ধির পক্ষে ক্ষতিকর, তেমনটাই ক্ষতিকর সাম্প্রদায়িক সন্ত্রাসও৷ সোমবার রাজ্যবাসীকে এ বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ভারতের সেনা ছাউনিতে পাক জঙ্গিদের হানা দেওয়ার পর থেকেই সন্ত্রাস প্রশ্নে উত্তপ্ত গোটা দেশ৷ এদিন কড়া ভাষায় সন্ত্রাসের নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন দেশের শান্তি ও সমৃদ্ধির পথে অন্তরায় হয়ে ওঠে সন্ত্রাস৷ পাশাপাশি দেশের সুস্থিতিও এতে নষ্ট হয়৷ প্রসঙ্গত প্রধানমন্ত্রীর সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যখন বিতর্কে জড়িয়েছিলেন, তখন সেই বিতর্ক থেকে নিজেকে সরিয়েই রেখেছিলেন মমতা৷ এমনকী সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশকুমার যখন প্রধানমন্ত্রীকে পাকিস্তান সম্পর্কে কড়া মনোভাব নেওয়ার দাবি জানিয়েছেন, তখন প্রধানমন্ত্রীর দরবারে কোনও আর্জি পেশ করেননি মমতা৷ এদিন নীতিশ কুমার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, সারা দেশ মোদিকে সমর্থন জানাচ্ছে৷ পাকিস্তানকে প্রেমপত্র না পাঠিয়ে সে দেশের বিরুদ্ধে যা পদক্ষেপ নেওয়ার তা যেন দ্বিধাহীন হয়ে নেন প্রধানমন্ত্রী৷ তবে মোদির সিদ্ধান্তর কোনও সমালোচনা শোনা যায়নি মমতার মুখে৷ সার্জিক্যাল স্ট্রাইকের পর যে ঘরোয়া রাজনীতি শুরু হয়েছে তা সচেতনভাবে এড়িয়েই সামগ্রিকভাবে সন্ত্রাসের নিন্দা করেলেন তিনি৷উল্লেখযোগ্যভাবে এই নিন্দা তিনি একা করেননি, সমগ্র রাজ্যবাসীর হয়েই করেছেন৷

Advertisement

পাশাপাশি উল্লেখ্যভাবে তিনি তুলে এনেছেন সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রসঙ্গও৷ দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর ধর্মীয় বিভেদের রাজনীতিতে রাশ টানতে কঠোর হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ বিভিন্ন সভা থেকে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পক্ষে বার্তা দিয়েছিলেন৷ কিছু রাজনৈতিক দল যে উদ্দেশ্যমূলকভাবে ধর্ম নিয়ে বিভেদের রাজনীতিতে রাজ্যের মানুষকে প্ররোচিত করছে, এ ব্যাপারেও সাধারণ মানুষকে সতর্ক করেছিলেন তিনি৷ উৎসবের আবহে সামগ্রিকভাবে রাজ্যে সম্প্রীতির আবহ থাকলেও, কোনও কোনও অঞ্চল থেকে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিছিন্ন অভিযোগও এসেছে৷ সেই প্রেক্ষিতেই তাঁর এই বার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷ দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক মেরুকরণ প্রকট হলেও, পশ্চিমবঙ্গকে ধর্মনিরপেক্ষ, উদার রাজ্য হিসেবে তুলে ধরতেই বরাবর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী৷ আর তাই কোনওরকম বিক্ষিপ্ত ঘটনায় বাংলার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হোক তা চান না তিনি৷ সাম্প্রদায়িক সন্ত্রাসকে তিনি তাই ভয়াবহ বলে উল্লেখ করেছেন৷ এই ধরনের ঘটনার নিন্দা করে তাই রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী সতর্ক করলেন বলেই মত রাজনৈতিক মহলের৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ