Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘নিজেদের ঝামেলা মিটিয়ে নিন, নাহলে বদলে দেব’, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ফের কড়া বার্তা মমতার

নিজেদের মধ্যে ঝগড়া না করলে তৃণমূলকে কেউ হারাতে পারবে না, বার্তা মুখ্যমন্ত্রীর।

Mamata Banerjee stern warning to Partymen over infighting | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 27, 2023 5:24 pm
  • Updated:May 27, 2023 5:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলে ভিন্নমত থাকতেই পারে। কিন্তু লড়াই করতে হবে একসঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহলে দাঁড়িয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্পষ্ট বলে দিলেন, “যে দলের সিম্বল পাবে, তাঁকেই সকলে মিলে সমর্থন করতে হবে। শুধু তাই নয়, দলের শীর্ষনেতাদের একেবারে নাম করে করে সতর্ক করে দিয়েছেন মমতা।”

শনিবার শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী বাছাইয়ের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলে দেন,”অনেক সময় দেখা যায় বিধায়কের একটা মত হচ্ছে, ব্লক সভাপতির আরেক মত হচ্ছে। কিংবা জেলা পরিষদের সদস্যের একটা মত হচ্ছে। আর বুথ কমিটির আরেকটা মত হচ্ছে। গণতন্ত্রে দল বড় হলে ভিন্নমত হতেই পারে। দলের সিম্বল যেই পাক, সবাই মিলে তাঁকে সমর্থন করতে হবে।”

Advertisement

[আরও পড়ুন: কর্ণাটকে ২৪ নতুন মন্ত্রীর শপথ, ঠাঁই সব সম্প্রদায়ের, মহিলা মাত্র এক]

এরপরই দলের জেলা নেতাদের নাম বলে বলে হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। মমতার হুঁশিয়ারি, “জুন-সুজয়কে বলব নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নাও”। শিউলি সাহাকেও নাম করে বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী বলে দেন, ‘যা যা ঝামেলা মিটিয়ে নিতে হবে। অজিত মাইতি অনেক পুরনো, আমার দলের অনেক দিনের সহকর্মী। কেউ কেউ অজিতকে পাত্তা দেয় না। আবার অজিতেরও দোষ আছে, একটু দলবাজি করা স্বভাব আছে।’ এর পার গোটা জঙ্গলমহলে দলের গোষ্ঠীদ্বন্দ্ব দিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ডিনারে মুরগির মাংস খাওয়ার আবদার মেটাননি স্ত্রী, অভিমানে আত্মঘাতী যুবক!]

দলের প্রার্থী বাছাই করতে অভিষেকের (Abhishek Banerjee) নেতৃত্বে নবজোয়ার কর্মসূচিতে জনমত গ্রহণ করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাতেও সম্ভবত গোষ্ঠীদ্বন্দ্বের অস্বস্তি এড়ানোর ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন তৃণমূল নেত্রী। সেকারণেই নিজে কড়া বার্তা দিয়ে দিলেন দলের কর্মীদের। মমতার সাফ কথা, বিরোধীদের অসাধু জোট রুখতে হলে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। মমতা বলে দেন,”তৃণমূল যদি নিজেদের মধ্যে ঝগড়া না করে, কেউ তৃণমূলকে হারাতে পারবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ