Advertisement
Advertisement

Breaking News

ঢালাও উন্নয়নসূচি নিয়ে আজ ডুয়ার্সে মমতা

প্রশাসন সূত্রের খবর, সোমবার বহু প্রকল্পের কাজের সূচনা ও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর৷

Mamata Banerjee will be in Dooars Today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2016 9:00 am
  • Updated:June 23, 2022 7:10 pm

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি ওআলিপুরদুয়ার: ঢালাও উন্নয়নের বার্তা নিয়ে আজ রাজ্যের নতুন জেলা আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাঁর উত্তরবঙ্গ সফর এই প্রথম৷ চারদিনের সফরে এদিন দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে  মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন আলিপুরদুয়ার৷ সন্ধ্যায় প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার জেলা গঠনের দ্বিতীয় বর্ষপূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর৷  বিধানসভা ভোটে ডুয়ার্সে অভাবনীয় ফল করেছে তৃণমূল৷ তাই এই সফরে তিনি এলাকার মানুষকে সমর্থনের জন্য অভিনন্দনও জানাবেন৷

প্রশাসন সূত্রের খবর, সোমবার বহু প্রকল্পের কাজের সূচনা ও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর৷ এর মধ্যে রয়েছে আলিপুরদুয়ারে ১২ কোটির রবীন্দ্রভবন, ৩ কোটি ব্যয়ে আলিপুরদুয়ার শহরের সৌন্দর্যায়ন, আলিপুরদুয়ার হাসপাতালের পানীয় জল, জলপাইগুড়ি ও মালবাজারে সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন, জয়গাঁয় ৭০ কোটির পানীয় জল, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রজাপতি পার্ক-সহ নানা প্রকল্প৷ চা বলয়ে অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স পরিষেবারও উদ্বোধন হওয়ার কথা৷

Advertisement

মঙ্গলবার হাসিমারার সুহাসিনী চা বাগানের মাঠে আলিপুরদুয়ার জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ ওই বৈঠক ঘিরে প্রশাসনিকস্তরে ব্যস্ততা তুঙ্গে৷ ২৯ জুন শিলিগুড়িতে রাজ্যের শাখা সচিবালয় ‘উত্তরকন্যায়’ দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে৷ ওই বৈঠক থেকেও উত্তরবঙ্গের উন্নয়নে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে প্রশাসন সূত্রের খবর৷ ৩০ তারিখ  বাগডোগরা হয়ে বিমানে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

শিল্প থেকে পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য থেকে পরিকাঠামো – রাজ্যের বিভিন্ন দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গের উন্নয়নে হাতে নেওয়া হয়েছে নানা প্রকল্প৷ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সব নিয়ে পর্যালোচনা হওয়ার কথা৷ আলিপুরদুয়ারের বিধায়ক তথা এসজেডিএ-র নয়া চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, “শিলিগুড়ি ও জলপাইগুড়িকে জুড়তে দুই শহরের মধ্যে নয়া উপনগরী গড়ে উঠতে চলেছে৷ ’উত্তরকন্যা’য় প্রশাসনিক বৈঠক থেকে এ ব্যাপারে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী৷”

জয়গাঁকে পুরসভা করার ব্যাপারে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ এবারের সফরে সে ব্যাপারে নতুন কিছু ঘোষণা থাকতে পারে বলে প্রশাসনিক সূত্রের খবর৷ এছাড়া চা বাগান ও শ্রমিকদের উন্নয়নে যে সব কাজ হাতে নেওয়া হয়েছে, সেই কাজগুলি কী পর্যায়ে রয়েছে তা নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জবাব চাইতে পারেন বলে মনে করছেন আধিকারিকরা৷

সিকিম থেকে আচমকায় বাড়তি জল ছেড়ে দেওয়ায় কয়েকদিন আগেই  জলপাইগুড়ি ও ডুয়ার্সে বন্যা-পরিস্থিতির সৃষ্টি হয়৷ খবর পেয়েই পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী হন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ এদিকে, ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর জলে প্লাবিত হয় আলিপুরদুয়ার ও কোচবিহারের বিস্তীর্ণ এলাকা৷ কয়েকটি জায়গায় নদী ভাঙনও শুরু হয়েছে৷ পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে এ বিষয়গুলিও উঠে আসতে পারে বলে মনে করছেন আধিকারিকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ