Advertisement
Advertisement

প্রতিশ্রুতি রেখে মুখ্যমন্ত্রী নারায়ণগড়ে, প্রকল্পের সূচনা

শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর৷ বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর সোমবারই তাঁর প্রথম সরকারি সফর৷

Mamata keeps the promise, development knocks the door
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 13, 2016 3:37 pm
  • Updated:June 22, 2022 5:15 pm  

স্টাফ রিপোর্টার: শুরু হয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর৷ বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর সোমবারই তাঁর প্রথম সরকারি সফর৷
৪ এপ্রিল নারায়ণগড়ে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, “সূর্যকান্তকে হারিয়ে দিন, ওঁকে হারালে যা চাইবেন তাই পাবেন৷” বাম-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী সূর্যকান্ত ধরাশায়ী হয়েছেন৷ নির্বাচনের পরে সূর্যকান্তবধের সেই মাটিতেই প্রথম সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মানুষ তাঁর ডাকে সাড়া দেওয়ায় নারায়ণগড়ের মানুষের জন দু’হাত ভরা উপহার নিয়ে আসছেন তিনি৷ একাধিক নতুন প্রকল্প শিল্যানাসের সঙ্গে সরকারি পরিষেবা তুলে দেবেন সকলের হাতে৷

narayangar_web
নারায়ণগড়ের ব্রাহ্মণভাড়া ও ডগরায় বাগুই খালের ওপর নতুন সেতু, গড়বেতা ১ ব্লকের ফুলবেড়িয়া এবং মেদিনীপুর পুলিশ লাইনে বিদ্যুতের সাব স্টেশন, মেদিনীপুর সমবায় ভবন, সন্ধিপুরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে ১০ শয্যায় উন্নতিকরণ, কেশপুরে সংখ্যালঘু ছাত্রাবাসের মতো একগুচ্ছ প্রকল্প এদিন উদ্বোধন হবে নারায়ণগড়ের মঞ্চ থেকে৷ উদ্বোধন হবে পশ্চিম মেদিনীপুরে নতুন তেত্রিশটি রাস্তার৷ এছাড়াও কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, কৃষক রত্ন শংসাপত্র তুলে দেবেন তিনি৷ নারায়ণগড়ের ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেবেন সাইকেল৷
নতুন একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী৷
নারায়ণগড়ে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে বিপুল উন্মাদনা৷ পশ্চিমবঙ্গ জুড়ে এখন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে৷ সভায় আগত কোনও মানুষকে যেন ভিজতে না হয় সেইজন্য তিন একর জায়গা জুড়ে বিশাল প্যান্ডেল করা হয়েছে৷ সমস্ত মানুষের মাথার উপর ছাউনি দিতে টাঙানো হয়েছে ত্রিপল৷ নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে জোরদার৷ নারায়ণগড়ে সভা শেষে সড়কপথে তিনি যাবেন ঝাড়গ্রামে৷ সেখানেই রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে রাত কাটাবেন তিনি৷ মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম এসপি অফিসে জেলাস্তরীয় প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঝাড়গ্রাম শহরের মুখ থেকেই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুধারে হাজারো মানুষ অপেক্ষা করবেন৷ ঝাড়গ্রামের সারদাপীঠ মোড়ের কাছে তিনটি কৃত্রিম হাতি বানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে৷ ১০৬ নম্বর বৈঠকটি মঙ্গলবার জঙ্গলমহল দিয়েই শুরু করছেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement