Advertisement
Advertisement

Breaking News

‘ভারতীয় হিসেবে লজ্জিত হলে সমুদ্রে ঝাঁপ দিন মমতা’

ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ ভিনরাজ্যের বিজেপি নেতার৷

 Mamata should jump into sea if she is ashamed of being born in India: Anil Vij
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 14, 2017 3:06 am
  • Updated:May 14, 2017 3:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই তাঁর বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন এক বিজেপি নেতা৷ এবার তাঁকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরামর্শ দিলেন ভিনরাজ্যের আর এক বিজেপি নেতা তথা মন্ত্রী৷ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ধেয়ে এল আক্রমণ৷ এবার হরিয়ানার মন্ত্রী অনিল ভিজের নিশানায় তিনি৷

আর ইমাম নয় বরকতি, ঘোষণা টিপু সুলতান মসজিদ কর্তৃপক্ষের ]

Advertisement

ধর্মীয় ভেদাভেদের রাজনীতির যে রেওয়াজ চালু হয়েছে সেই প্রসঙ্গে বলতে গিয়েই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই দেশ গোঁড়ামির নয়, বরং সকল ধর্মমতের৷ একতার ও সংহতির৷ বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল তাঁর বিরুদ্ধে তোষণমূলক রাজনীতির অভিযোগ এনেছিলেন৷ তার সমালোচনা করেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, প্রতি ধর্মের মানুষেরই উচিত মিলেমিশে থাকা৷ একে অন্যের বিরুদ্ধে হাতে তরোয়াল তুলে নেওয়া কোনও কাজের কথা নয়৷ তিনি যে দেশে জন্মগ্রহণ করেছেন, সেখানে যে এরকম ধর্মীয় ভেদাভেদ চলছে তা ভেবে তাঁর লজ্জা হয়৷ এই মন্তব্যের জবাবেই তীব্র কটাক্ষ করে বিজেপি নেতা অনিল ভিজ বলেন, “ভারতে জন্মে যদি মমতা লজ্জিত হন, তাহলে তিনি সমুদ্রে ঝাঁপ দিন৷ কলকাতা তো সমুদ্রের কাছেই৷” এর আগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই প্রসঙ্গে আক্রমণ শানান বিজেপি নেতা এস প্রকাশও৷ মমতাকে তুলোধনা করে সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, বহুদিন ক্ষমতা ভোগ করার পর, গোটা রাজনৈতিক জীবন ধরে মানুষের শুভেচ্ছা-ভালবাসা পাওয়ার পর, এই বলেই মমতা সে সবের মূল্য চোকাচ্ছেন৷ তাঁর দাবি, যে সমস্ত সাধারণ মানুষ মমতাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন, এই মন্তব্য আসলে তাঁদের প্রতিই ঘোর অপমান৷

Advertisement

যদিও মুখ্যমন্ত্রী আসলে প্রতিবাদ করেছিলেন ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতিরই৷  তাঁর মতে পরধর্মে সহিষ্ণুতাই প্রকৃত মানুষের ধর্ম৷ আর তাই তাঁর খারাপ লাগে যখন দেখেন যে, তিনি যে দেশে জন্মেছেন সেখানেই ধর্মের নামে রাজনীতি চলছে৷ তাঁর দাবি ছিল, দেশ জুড়ে বাড়তে থাকা এই অসহিষ্ণুতাকে একমাত্র রুখে দিতে পারে বাংলা৷ পথ দেখাতে পারে বাংলাই৷ যদিও সহিষ্ণুতার সে বার্তা অগ্রাহ্য করেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন একের পর এক বিজেপি নেতা৷

বরকতি-সিদ্দিকুল্লাহ সমর্থকদের হাতাহাতিতে রণক্ষেত্র টিপু সুলতান মসজিদ চত্বর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ