Advertisement
Advertisement

Breaking News

বিতর্কিত বাজেট আরও বিতর্কিত আকার ধারণ করল: মুখ্যমন্ত্রী

বাজেট বয়কট তৃণমূলের৷

Mamata slams the proposed union budget in twitter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2017 8:51 am
  • Updated:June 22, 2022 3:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটকে বিতর্কিত আখ্যা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, “বিতর্কিত বাজেট আরও বিতর্কিত আকার ধারণ করল৷”

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরের বাজেট অর্থহীন, কর্মহীন এবং উদ্দেশ্যহীন৷ এই বাজেট দেশের ভবিষ্যতের জন্য কোনও অর্থবহন করে না৷ শুধু তাই নয়, বর্তমান কেন্দ্রীয় সরকার তার গুরুত্ব হারিয়েছে বলেও বক্তব্য মুখ্যমন্ত্রীর৷

Advertisement

এতেই থেমে নেই৷ বাজেটকে কেবল শব্দের খেলা দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন, চলতি বছরের বাজেট কোনও পরিসংখ্যান বা নম্বর সম্পর্কে জনসাধারণকে অবগত করেনি৷ নোট বাতিলের পর অর্থনৈতিক অবস্থা ঠিক কোন খাতে বইছে সেই সম্পর্কেও কোনও কথা সঠিকভাবে বলা নেই বাজেটে৷

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “করদাতাদের এখনও টাকা তোলার ক্ষেত্রে নানা রকমের নিষেধাজ্ঞা রয়েছে৷ সরকারের উচিত অবিলম্বে সেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা৷”

এর পাশাপাশি, সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই আহমেদের মৃত্যুতেও শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, অভিজ্ঞ রাজনীতিবিদ ও সাংসদের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক৷ এর পাশাপাশি, ই আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ মৃত সাংসদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি৷

প্রসঙ্গত, ৫০ বছর আগে কেরলের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিলেন আহমেদ৷ এরপর থেকে প্রায় এক টানা সেখানকার মানুষের সাহায্যে তিনি অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন৷

(বাজেট ২০১৭ LIVE: বার্ষিক ২.৫-৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর কমে হল ৫%)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ