Advertisement
Advertisement

দ্বিতীয় স্ত্রী খুন, আটক স্বামী ও প্রথমা

অভিযুক্ত দুই পক্ষই একে-অন্যকে দোষারোপ করছে৷

Man and Second Wife allegedly kill First Wife
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 22, 2016 5:30 pm
  • Updated:September 22, 2016 5:30 pm

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর: নিছক সাংসারিক অশান্তি চরম রূপ নিল৷ রহস্যজনকভাবে খুন হলেন দ্বিতীয়পক্ষের স্ত্রী৷ আর অভিযোগ উঠল স্বামী ও প্রথমপক্ষের স্ত্রীর বিরুদ্ধে৷ বুধবার রাতে জঙ্গিপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মির্ধাপাড়ার এই ঘটনায় আটক করা হয়েছে দুই অভিযুক্তকে৷ মৃত গৃহবধূর নাম জাহেদা বিবি (৩২)৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেশায় দিনমজুর গোলাপ হোসেন বছর দশেক আগে সারিদা বিবিকে বিয়ে করেন৷ তাঁদের একটি বছর পাঁচেকের ছেলে আছে৷ বছর তিনেক আগে আবার জঙ্গিপুরের মির্ধাপাড়ার বাসিন্দা জাহেদা বিবিকে বিয়ে করেন গোলাপ৷ জাহেদাকে বিয়ে করার পর থেকে তিনি সুতির পরিবার ছেড়ে জঙ্গিপুরেই থাকতেন৷ সুতিতে থাকা স্ত্রী এবং পুত্র মাঝে মাঝে যাতায়াত করতেন৷

Advertisement

প্রথমপক্ষের স্ত্রীর সঙ্গে দ্বিতীয়পক্ষের স্ত্রীর খুব একটা বেশি গন্ডগোল কোনও সময় হত না৷ কিন্তু বুধবার গোলাপ হোসেনের প্রথমপক্ষেরর স্ত্রী ছেলেকে নিয়ে দ্বিতীয়পক্ষের স্ত্রীর বাড়িতে আসেন৷ রাতে তাদের মধ্যে বচসা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন৷ তারপর হঠাৎ রাত ১১টা নাগাদ সারিদা চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবেশীদের ডাকে৷ প্রতিবেশীরা গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় জাহেদার মৃতদেহ বিছানায় পড়ে আছে৷ পাশে স্বামী গোলাপ হোসেন বসে আছেন৷

Advertisement

প্রতিবেশীরাই পুলিশে খবর দেন৷ পুলিশ এসে জাহেদা বিবিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ এই বিষয়ে জঙ্গিপুরের এসডিপিও পিনাকী দত্ত জানিয়েছেন, “মির্ধাপাড়াতে এক গৃহবধূ খুনের ঘটনা ঘটেছে৷ প্রাথমিক তদন্তে গোলাপ হোসেনের প্রথমপক্ষের স্ত্রী সারিদা বিবি তার উপর দোষ চাপাচ্ছে এবং সারিদা বিবির উপর দোষ চাপাচ্ছে গোলাপ হোসেন৷ তবে আমাদের প্রাথমিক অনুমান, দু’জনে মিলেই চক্রান্ত করে এই খুন করেছে৷ দু’জনকেই আটক করা হয়েছে৷ তদন্ত শুরু করা হয়েছে৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ