Advertisement
Advertisement

মহিলাকে জখম করে খাঁচাবন্দি চিতা, লালগড়ের ঘটনা এড়াল শিলিগুড়ি

চিতার আতঙ্কে কাজকর্ম লাটে উঠেছিল বাগানে৷

Man-animal clash averted, Leopard caged in Siliguri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 19, 2018 6:54 pm
  • Updated:April 19, 2018 6:59 pm

সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: লালগড়ের পুনরাবৃত্তি এড়াল শিলিগুড়ি৷ মহিলাকে ঘায়েল করলেও অক্ষত অবস্থায় চিতাবাঘকে খাঁচাবন্দি করলেন বনকর্মীরা৷ বৃহস্পতিবার সাত সকালে শিলিগুড়ির তরাইয়ের শিমুলবাড়ি চা বাগানের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই চা বাগানে চিতার উপদ্রব চলছিল৷ চা বাগানে কাজ করার সময় এক মহিলা শ্রমিকের উপর হামলা চালায় একটি চিতাবাঘ৷ বছর ৩০-এর বাবলি ওঁরাও নামের এক মহিলা চা শ্রমিকের মুখে থাবা বসিয়ে দেয় চিতাটি৷ বাগানে কাজ করা অন্য শ্রমিকদের চিৎকার শুনে বাবলিকে ফেলে চম্পট দেয় চিতা৷ ঘটনায় গুরতর জখম হন ওই মহিলা শ্রমিক৷ পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় চিকাৎসা কেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয়৷ এদিনের এই দুর্ঘটনায় জখম মহিলা শ্রমিকের চিকিৎসার খরচ বন দপ্তর বহন করবে বলে জানানো  হয়৷

Advertisement

[  কান্দিতে অধীরের মিছিলে বাধা, পুলিশ সুপারের কাছে জবাব তলব হাই কোর্টের ]

Advertisement

গত ৯ এপ্রিল দুপুর আড়াইটে নাগাদ ওই ঘটনার জেরে শ্রমিক মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ভয়ে চা বাগানে ঠিকমতো কাজ করতে পারছিলেন না শ্রমিকরা৷ ওই সময় বাগান কর্তৃপক্ষের তরফে বন দপ্তরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়৷ এরপর ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়৷ খাবারের লোভে খাঁচায় ঢুকতেই এদিন বন্দি হয় একটি পূর্ণবয়স্ক চিতা৷ চা বাগানের ম্যানেজার আলি হাসান মজুমদার বলেন, ‘‘এক মাস ধরে বাগানে চিতা বাঘের উপদ্রবে সেভাবে কাজই হচ্ছিল না৷ কখন কোথায় ঘাপটি মেরে বসে থাকছে চিতা তা বোঝার উপায় ছিল না। তবে ওই বাগানে আরও চিতাবাঘ রয়েছে৷ রেডিও কলার লাগানো একটি চিতাবাঘকে বাগানে মাঝেমধ্যেই ঘোরাফেরা করতে দেখা যায়৷’’

এদিন যে চিতাটি ধরা পড়েছে সেটির রেডিও কলার লাগানো ছিল না৷ ফলে ফের ওই বাগানে খাঁচা পাতার জন্য বন দপ্তরের কাছে আবেদন জানানো হবে৷ তিনি বলেন, ‘‘মাঝেমধ্যেই ওই বাগানে চিতা বাঘ হানা দেয়৷ ২০১৩ থেকে এখনও পর্যন্ত বন দপ্তরের পাতা খাঁচায় চারটি চিতা বাঘ ধরা পড়েছে৷ শিমুলবাড়ি চা বাগানটি মহানন্দা অভয়ারণ্য লাগোয়া হওয়ায় কখনও হাতি আবার কখনও চিতাবাগের উপদ্রবের ঘটনা ঘটে৷

[  দৃষ্টান্ত তমলুক আদালতে, নাবালিকাকে ধর্ষণ করে খুনে ফাঁসির সাজা শিক্ষককে ]

কাশির্য়াং বনবিভাগের বাগডোগরা স্কোয়াডের রেঞ্জার পেম্বা শেরপা বলেন, বৃহস্পতিবার শিমুলবাড়ি চা বাগান থেকে একটি ধরা পড়লেও তরাইয়ের আরও চার-পাঁচটি জায়গায় চিতার আতঙ্ক রয়েছে৷ গয়াগঙ্গা চা বাগান এলাকা, পানিঘাটা, ব্যাঙডুবিতে চিতা ধরতে খাঁচা পাতা রয়েছে৷ বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়া চিতাটি মহানন্দা অভয়ারণ্য ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান৷ এদিন ধরা পড়ার পর সেটিকে সুকনা স্কোয়াডে নিয়ে যাওয়া হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ