Advertisement
Advertisement
Kurseong

টয় ট্রেনের ধাক্কায় প্রাণহানি, কার্শিয়াংয়ে মৃত্যু যুবকের

ধীরগতিতে চলা টয় ট্রেনে কীভাবে ধাক্কা লাগল যুবকের, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Man hit by toy train, dies at Kurseong
Published by: Sayani Sen
  • Posted:June 12, 2024 5:15 pm
  • Updated:June 13, 2024 12:03 am

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: টয় ট্রেনের ধাক্কায় অঘটন। কার্শিয়াং স্টেশনে প্রাণ গেল এক যুবকের। বুধবার দুপুরে টয় ট্রেনের ধাক্কায় তাঁর প্রাণ গিয়েছে বলেই খবর। যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ধীরগতিতে চলা টয় ট্রেনে কীভাবে ধাক্কা লাগল যুবকের, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সূর্য রাউত। বছর আঠারোর ওই যুবক স্থানীয় বাসিন্দা বলেই মনে করা হচ্ছে। টয় ট্রেনটি দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময় আচমটাই ওই যুবক লাইনের উপর পড়ে যায়। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং আধিকারিকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কার্শিয়াং মহকুমা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কন্যাশ্রীর ধাঁচে ‘নিযুত ময়না’ প্রকল্প হিমন্তের, প্রতি মাসে ছাত্রীদের স্টাইপেন্ড সরকারের]

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর এ কে মিশ্রা বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ওই যুবক কিছুটা মানসিক ভারসাম্যহীন। যার ফলে ট্রেনটি যখন পিছনের দিকে প্ল্যাটফর্মে যাচ্ছিল, সে সময়ে তিনি লাইনে পড়ে যান। আর শেষরক্ষা করা সম্ভব হয়নি।

[আরও পড়ুন: জামাইষষ্ঠীতে গরমে পুড়ছে শহর, ঝুপ করে সুইমিং পুলে ডুব কাঞ্চন-শ্রীময়ী!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement