Advertisement
Advertisement

Breaking News

Murshidabad

Murshidabad: ঋণের টাকা ফেরত চাইতেই কোপ, মুর্শিদাবাদে প্রাণ গেল বেসরকারি সংস্থার আধিকারিকের

অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Man killed after asking to clear debt in Murshidabad | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 28, 2023 2:11 pm
  • Updated:November 28, 2023 3:13 pm

কল্যাণ চন্দ, বহরমপুর: ঋণের টাকা আদায় করতে গিয়ে খুন বেসরকারি সংস্থার ফিল্ড অফিসার। অভিযোগ, ঋণগ্রহীতার স্বামী কুপিয়ে খুন করেছেন। সোমবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছেন মুর্শিদাবাদের বেলডাঙা এলাকা। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাহাঙ্গীর আলম। বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া এলাকায়। তিনি বেসরকারি ঋণদান সংস্থার ফিল্ড অফিসার হিসেবে কাজ করতেন। ঘটনাটি ঘটেছে বেলডাঙা থানার নপুকুরিয়া এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: ‘বউ চোর!’, পিয়ার সঙ্গে বিয়ে হতেই পরমব্রতকে ট্রোল, বাদ পড়লেন না অনুপমও]

জানা গিয়েছে, সোমবার বেলডাঙা থানার সারগাছি ব্রাঞ্চ থেকে তিনজন মহিলা এবং তিনজন পুরুষকর্মী গ্রামে ঋণের টাকা আদায় করতে গিয়েছিলেন। অভিযোগ, এক মহিলা টাকা দিতে অস্বীকার করায় তর্কাতর্কি শুরু হয়। মাত্র ২ হাজার ৫০০ টাকা আদায় না করতে পেরে অফিসের দিকে রওনা দেন ওই ৬ কর্মী। অভিযোগ, সেই সময় ঋণগ্রহীতার স্বামী পিছন থেকে কুপিয়ে দেয় জাহাঙ্গীরকে। অন্যান্য কর্মীরা বিষয়টি দেখে চিৎকার শুরু করে।

Advertisement

তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

[আরও পড়ুন: ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম বিতর্কে নেত্রীকে সতর্ক করল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ