Advertisement
Advertisement

Breaking News

তরুণীকে কটূক্তি, সালিশিতে নিদান দিয়ে ফেরার পথে খুন ব্যক্তি

পাঁচিলে বসে আড্ডা মেরে কাউকে কটূক্তি ও উত্যক্ত করা যাবে না বলে নিদান দিয়েছিলেন পূর্ণচন্দ্র৷

Man murdered over Eve Teasing brawl in Bishnupur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 24, 2017 2:37 pm
  • Updated:January 24, 2017 2:37 pm

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি থেকে কিছুটা দূরে কুপিয়ে খুন করা হল পূর্ণচন্দ্র মাঝি নামে এক ব্যক্তিকে৷ সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর এলাকায়৷ অভিযোগ, সম্প্রতি সালিশি সভায় গ্রামের এক তরুণীকে উত্যক্ত করার বিরুদ্ধে নিদান দিয়েছিলেন মাঝবয়সি ওই ব্যক্তি৷ সেই জন্যই তাঁকে নৃশংসভাবে খুন হতে হয়েছে৷ ঘটনার জেরে মঙ্গলবার সকালে ৫ জনকে আটক করা হয়েছে৷ পলাতক মূল অভিযুক্ত রাহুল ঘোষ৷

মানুষকে বুথমুখী করে তুলে দেশের সেরা পুরুলিয়ার ‘ভোটেশ্বর’

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুরের ঘোষপাড়ায় ক্লাবের প্রবীণ সদস্যের মেয়েকে এক যুবক ‘প্রেমিক’ হিসেবে দাবি করে উত্যক্ত করত৷ পাশাপাশি অভিযোগ রয়েছে, পাড়ার একটি ছেলেও ওই তরুণীকে উত্যক্ত করত৷ সোমবার সকালে অন্য পাড়ার ‘প্রেমিক’ ছেলেটি তরুণীর সঙ্গে দেখা করতে আসে৷ তাকে ধরে পাড়ার ক্লাবের জুনিয়র কয়েকজন সদস্য প্রবল মারধর করে৷ এই নিয়ে এদিন দুপুরে স্থানীয় নিবেদিতা স্কুলের সামনে দুই পক্ষের ছেলেদের মধ্যে গোলমাল হয়৷ বচসা থেকে হাতাহাতিও হয়৷ পূর্ণচন্দ্র মাঝি বিষয়টির নিষ্পত্তি করার জন্য সালিশি সভা ডাকেন৷ স্থানীয় চণ্ডীমন্ডপে সন্ধ্যাবেলায় সালিশি সভায় পাড়ার ক্লাবের জুনিয়রদের ডেকে ক্ষমা চাইতে বলা হয়৷ পাঁচিলে বসে আড্ডা মেরে কাউকে কটূক্তি ও উত্যক্ত করা যাবে না বলেও নিদান দেন পূর্ণচন্দ্র৷

Advertisement

রাজ্যে কাজ করতে গিয়ে কী পরিস্থিতিতে পড়তে হয় পুলিশকে?

অভিযোগ, এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি গ্রামের যুবকদের কয়েকজন৷ সালিশি সভাতেই অসন্তোষ প্রকাশ করে এক পক্ষ৷ এর পরেই বাড়ি ফেরার পথে প্রহৃত হন পূর্ণচন্দ্র মাঝি৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে৷ তবে সালিশি সভার জেরেই এই খুন কি না, তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ৷ স্থানীয় কয়েকজনের তথ্যে মূল অভিযুক্ত হিসাবে পাড়ার যুবক রাহুল ঘোষের নাম উঠে এসেছে৷ রাহুলের বন্ধুদের আটক করে চলছে জিজ্ঞাসাবাদ৷

পরিবারের সদস্যদের প্রহারেই মৃ্ত্যু যুবকের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ