Advertisement
Advertisement

Breaking News

তৃণমূলকেই প্রকৃত কংগ্রেস বললেন মানস অনুগামীরা

মানস ভুইঁয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন অধীর- এমনটাই দাবি তাঁদের৷

Manas Bhunia and his followers are likely to join Trinamool
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 9:57 am
  • Updated:June 22, 2022 2:41 pm

স্টাফ রিপোর্টার: মানস ভুঁইয়া ঘনিষ্ঠ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসই আসল৷ ইন্দিরা গান্ধীর মতো তিনিও নতুন দল গড়ে বেশিরভাগ মানুষের সমর্থন পেয়েছেন৷

সোমবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং সহ-সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির অপসারণ চেয়েছেন তাঁরা৷ একইসঙ্গে তৃণমূলে না গিয়ে ভুল হয়েছে বলে মনে করেন মানস-অনুগত প্রদেশ কংগ্রেস নেতারা৷

Advertisement

অধীর এবং বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নানের নির্দেশ না মানায় সম্প্রতি কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াকে শো-কজ করা হয়৷ মালদহ এবং মুর্শিদাবাদে কংগ্রেস জেলা নেতৃত্বের বড় অংশ তৃণমূলে যোগ দিয়েছে আগেই৷ এহেন পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করে মানস-ঘনিষ্ঠ চার প্রদেশ নেতা জানিয়ে দিলেন, অধীরের নেতৃত্ব তাঁরা মানেন না৷ মানস ভুইঁয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন অধীর- এমনটাই দাবি তাঁদের৷ রাজ্যে যে কংগ্রেস চলছে, তা প্রত্যাখ্যান করেছেন মানুষ৷

Advertisement

কয়েকদিন আগে কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া মমতাকে দেশের সেরা মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেন৷ এদিন তাঁর ঘনিষ্ঠ নেতারা জানান মমতার সঙ্গে না গিয়ে তাঁরা ভুল করেছেন৷ স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে- তবে কি প্রদেশ কংগ্রেস আরও ভাঙবে?

সোনিয়া-রাহুলকে পাঠানো চিঠির প্রতিলিপি এদিন সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়৷ চিঠিতে সই করেছেন অজয় ঘোষ, কনক দেবনাথ, খালিদ এবাদুল্লাহ এবং মনোজ পাণ্ডে৷ এঁরা সবাই প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক৷

সাংবাদিক বৈঠকে এদিন কড়া ভাষায় অধীরকে আক্রমণ করেন প্রদেশ নেতারা৷ তাঁদের অভিযোগ প্রদেশ সভাপতি আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত৷ মানস অনুগামীদের সবার স্পষ্ট মত, অধীর দলে থাকলে কংগ্রেসের ভাঙন অবশ্যম্ভাবী৷

প্রসঙ্গত, দল থেকে বিধায়করা বেরিয়ে যাওয়া প্রসঙ্গে মানসও একই প্রতিক্রিয়া দিয়েছিলেন৷ যদিও এদিন তিনি সাংবাদিক বৈঠকে ছিলেন না৷ কিন্তু রাজনৈতিক মহলের মতে, তৃণমূলে যাওয়ার আগে পরিবেশ তৈরি করছেন মানস-অনুগামীরা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ