Advertisement
Advertisement
রেল

রেল ব্রিজ তৈরির জের, শনি ও রবিবার বাতিল হাওড়া-খড়গপুর শাখার একাধিক ট্রেন

বাতিল প্রায় ৯টি এক্সপ্রেস ও ৩২টি লোকাল ট্রেন।

Many local train canceled in South-Eastern railway on 6 and 7 July

বাতিল প্রায় ৯টি এক্সপ্রেস ও ৩২টি লোকাল ট্রেন।

Published by: Bishakha Pal
  • Posted:July 2, 2019 8:49 pm
  • Updated:July 2, 2019 8:53 pm

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: হাওড়ার উলুবেড়িয়ায় রেল উড়ালপুলের কাজ চলার কারণে শনিবার থেকে বন্ধ থাকবে ট্রেন। রবিবার সকাল পর্যন্ত হাওড়া-খড়গপুর রুটে কোনও ট্রেন চলবে না বলে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। তবে রবিবার সকালের পর থেকে ফের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। রেল সূত্রে খবর, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত লোকাল ও দূরপাল্লার কোনও ট্রেনই এই দূরত্ব অতিক্রম করবে না।  

আগামী ৬ জুলাই শনিবার রাত সাড়ে দশটা থেকে উলুবেড়িয়া রেলওয়ে উড়ালপুলের মাঝের অংশ জোড়ার কাজ শুরু হবে। কাজ চলবে পরের দিন রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত। এই ১০ ঘণ্টার মধ্যে কোনও ট্রেন সরাসরি হাওড়া ও খড়গপুরের মধ্যে চলবে না বলে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ মঙ্গলবার এক বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত হাওড়া-উলুবেড়িয়া এবং বাগনান-খড়গপুরের মধ্যে কিছু শাটল লোকাল ট্রেন চালানো হবে। উলুবেড়িয়া পশ্চিম কেবিনের পাশে নবনির্মিত উড়ালপুলের মাঝের ৩০ মিটার অংশ জোড়ার জন্য মোট ৯ টি এক্সপ্রেস ট্রেন ও ৩২ টি লোকাল ট্রেন (ইএমইউ/এমইএমইউ) বাতিল করা হবে।

Advertisement

[ আরও পড়ুন: মানবিকতার নজির, ট্রাকের চাকায় পিষ্ট খালাসিকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ ]

উল্লেখ্য, ৫১২ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৭ মিটার প্রস্থ এই উড়ালপুলটি নির্মাণের জন্য রাজ্য সরকার ৩৪ কোটি টাকা বরাদ্দ করে। এর আগে গত ২৯ জুন উড়ালপুলটি জোড়ার কথা থাকলেও পূর্ত দপ্তরের কিছু অসুবিধার কারণে এই কাজ এক সপ্তাহ পিছনো হয়। উলুবেড়িয়ার পূর্বতন সাংসদ সুলতান আহমেদ, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায় এবং উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক হায়দার আজিজ সফির উদ্যোগে ২০১৫ সালে উড়ালপুলটির কাজ শুরু করে রাজ্যের পূর্ত (সড়ক) দপ্তর। উড়ালপুলটি চালু হলে উলুবেড়িয়া ছাড়াও শ্যামপুরের পর্যটন কেন্দ্র গাদিয়াড়া ও ৫৮ গেট যাওয়ার ক্ষেত্রে যানজটের দুর্ভোগ এড়ানো সম্ভব হবে।

[ আরও পড়ুন: স্বল্পবসনা মহিলার সঙ্গে অশ্লীল নাচে মত্ত পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement