Advertisement
Advertisement
দুষ্কৃতী তাণ্ডব

আসানসোলে দুষ্কৃতী তাণ্ডব নিয়ে সরব বাবুল, ‘বিজেপির বাঁদর’ বলে কটাক্ষ জিতেন্দ্রর

পুরনিগমের কাছে মুখোশধারীরা শূন্যে গুলি চালালেও পুলিশের নাগালের বাইরে৷

Masked men firing through air near Asansol Municipal Corporation
Published by: Sucheta Sengupta
  • Posted:July 6, 2019 4:04 pm
  • Updated:July 6, 2019 4:04 pm

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: ফের আসানসোলের সাংসদ-মেয়রের দ্বন্দ্ব প্রকাশ্যে৷ সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়কে ‘বিজেপির বাঁদর’ বলে তোপ দেগেছেন জিতেন্দ্র তিওয়ারি৷ তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, এধরনের মানুষের জন্য খাঁচা প্রস্তুত আছে৷ এই এলাকায় বাবুল সুপ্রিয়-জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক দ্বন্দ্ব বরাবরের৷ দ্বিতীয়বার বাবুল সাংসদ হয়ে আসার পর থেকে তা যেন আরও প্রকট হয়েছে৷

[আরও পড়ুন: পানীয় জল নেওয়া নিয়ে বিবাদ, প্রতিবেশীদের মারে মৃত্যু বৃদ্ধের]

এসবের মধ্যেই আবার আসানসোল পুরনিগমের সামনে প্রকাশ্য রাস্তায় তাণ্ডব করে বেরাল একদল দুষ্কৃতী৷ গামছায় মুখ ঢেকে, হাতে বন্দুক নিয়ে শূন্যে গুলি ছুঁড়তে দেখা গিয়েছে তাদের৷ আরেকদলের হাতে ছিল লাঠি, হকিস্টিক৷ শুক্রবার বিজেপি যুব মোর্চার কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পুরনিগম লাগোয়া এলাকা৷ সেইসময়েই এই ছবি ধরা পড়ে৷ দেখা যায়, শূন্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে ওই দুষ্কৃতী ঢুকে পড়ল পুলিশ বাহিনীর পিছনে। তাদের মুখ ছিল গামছায় ঢাকা, পরনে নীল জিন্স, ছাই রঙের জামা৷ অথচ পুলিশ যেন তাদের দেখে না, এমনভাবেই এড়িয়ে গিয়েছে বলে অভিযোগ ওঠে৷

Advertisement

asan-babul

Advertisement

দুষ্কৃতী তাণ্ডবের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাংসদ বাবুল সুপ্রিয়৷ তাঁর অভিযোগ, পুরনিগম অঞ্চলেই দুষ্কৃতীরা এভাবে দাপাদাপি করে বেড়াল অথচ পুলিশ এদের ব্যাপারে নির্বিকার৷ উলটে সাধারণ মানুষের উপর লাঠিচার্জ করা হল, চলল কাঁদানে গ্যাস৷ সাংসদ এও লেখেন, এই অত্যাচারী সরকারের পতন অনিবার্য৷

শুক্রবার ছিল বিজেপি যুব মোর্চার পুরসভা ঘেরাও অভিযান। কাটমানি ফেরানোর দাবিতে মেয়রকে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল৷ একইদিনে মেয়র জিতেন্দ্র তিওয়ারি পুরনিগমে রক্তদান শিবিরের আয়োজন করেন। যুব মোর্চার মিছিল পুরনিগমের কাছাকাছি পৌঁছাতেই পুলিশ তিন জায়গায় ব্যারিকেড তৈরি করে মিছিল আটকে দেয়। মিছিল ব্যারিকেড ভেঙে জিটি রোড ধরে এগোতে থাকলে, পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে৷ সেখানেই দেখা যায় এই মুখঢাকা দুষ্কৃতীদের৷ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর ভিডিওটি ভাইরাল হয়৷ বিজেপি যুব মোর্চার অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনী পুলিশের সঙ্গে মিশে এইভাবে হামলা চালিয়েছে। মেয়র জিতেন্দ্র তিওয়ারির পালটা অভিযোগ, বিজেপিই ঝাড়খণ্ড থেকে দুষ্কৃতী আমদানি করেছে। এনিয়ে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তিনি আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন৷  

[আরও পড়ুন:মামুলি বিবাদের জেরে সহকর্মীকে কামড় অধ্যাপকের, শোরগোল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে]

তবে আসানসোল-দুর্গাপুরের ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা জানিয়েছেন, এরকম কোনও দুষ্কৃতী ছিল না বা কোনও গুলিগোলা চলেনি। শুক্রবার রাতে মোট ১৩ জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা করেছে জেলা বিজেপি নেতৃত্ব। 

Asansol Mayor & TMC leader J Tiwari: They had come with the intention to attack but couldn’t even manage to touch the gate of the corporation. Babul Supriyo, if you are BJP’s monkey then we’ve a cage ready for you in Asansol, we’ve the capability to keep monkeys like you caged. pic.twitter.com/QEeIL48z0V

— ANI (@ANI) July 6, 2019

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ