BREAKING NEWS

১৭ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ১ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

জমির ছাগল তাড়ানোর অজুহাত, নদীর চরে নিয়ে গিয়ে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ!

Published by: Paramita Paul |    Posted: April 1, 2023 3:34 pm|    Updated: April 1, 2023 6:16 pm

Mentally retired teenager allegedly raped in Bolpur | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

নন্দন দত্ত, সিউড়ি: জমিতে ছাগল ঢুকেছে। এই অজুহাতে মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধের ঘটনায় অভিযোগ দায়ের হয় বোলপুর থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে।

[আরও পড়ুন: হিন্দু রাষ্ট্রে দুইয়ের বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না! হুঁশিয়ারি বিজেপি নেতার]

বোলপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা নাবালিকা। ছেলেবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। পরিবার সূত্রে খবর, শুক্রবার নদীর বাঁধে গিয়েছিল সে। সেই সুযোগে স্থানীয় এক যুবক তাঁকে ডেকে নিয়ে যায় নদীর চড়ে। সেখানেই কুকীর্তি করে সে। সন্ধেয় বাড়িতে ফিরে পুরো বিষয়টি জানায় ওই নাবালিকা। পরিবারের দাবি, অভিযুক্ত যুবক জমিতে ছাগল ঢুকেছে বলে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়েছিল। নদীর চর ফাঁকা থাকায় মেয়েটিকে সেখানে ধর্ষণ করা হয়।

[আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে একটাও কথা বললে…’, কেজরিওয়ালের অসম সফরের আগে হুঁশিয়ারি হিমন্তর]

নাবালিকার মুখে সব শুনে সঙ্গে সঙ্গে বোলপুর থানায় অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে