Advertisement
Advertisement
Corona

Coronavirus: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত প্রায় সাড়ে চারশো, মৃত ৩

পজিটিভিটি রেট ৪.০৪ শতাংশ।  

More 436 people tested Covid-19 positive in West Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 18, 2022 7:00 pm
  • Updated:August 18, 2022 9:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগে এসেছেও আসছে না মারণ করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বাড়ল করোনা সংক্রমণ। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন। করোনার বলি ৩ জন। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ১০৮ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ১০৭ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে কলকাতা। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে পশ্চিম বর্ধমান। সেখানে আক্রান্ত ৩৩ জন। দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত যথাক্রমে ৩১ ও ২৪ জন করে। হুগলি, বীরভূম, মালদহ, পশ্চিম মেদিনীপুরে দৈনিক সংক্রমণ ২০ এর নিচে। দক্ষিণ দিনাজপুরে, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম-সহ বেশ কিছু জেলায় সংক্রমিতের সংখ্যা ১০-এর নিচে। পজিটিভিটি রেট ৪.০৪ শতাংশ।  

Advertisement

[আরও পড়ুন: এই ছেলে জঙ্গি! গ্রামের মেধাবী ছেলে আল কায়দার সঙ্গে যুক্ত মানতে পারছে না আরামবাগ]

রাজ্যের কোভিড গ্রাফের দিকে তাকালে দেখা যাচ্ছে, এই মুহূর্তে অ্যাকটিভ (Active cases) করোনা রোগীর সংখ্যা ৪৪৭০। তার মধ্যে মাত্র ১৭৭ জন হাসপাতালে। বাকিরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।  রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১,০৩,৭৬১। মোট সুস্থ হয়ে উঠেছেন ২০,৭৭,৮৬১ জন। মৃতের সংখ্যা ২১,৪৩০। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১০,৮০০টি। 

Advertisement

করোনার বিরুদ্ধে লড়তে দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরণ (Corona vaccination)। গত ২৪ ঘণ্টায় ১, ৫৮, ৫১৭ টি ডোজ দেওয়া হয়েছে। কেন্দ্রের নয়া নিয়ম অনুযায়ী, প্রথম দুটি ডোজ কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের হলেও বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স (Corbevax) নেওয়া যাবে। ১৮ ঊর্ধ্বদের মধ্যে নতুন টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ