Advertisement
Advertisement

Breaking News

অগ্নি নির্বাপণে জোর, পুজো কর্তাদের সঙ্গে বৈঠকে মমতা

গাইডলাইনের বিষয়ে অনেকটা জানিয়ে দেওয়া হয়৷

More fire extinguisher at Pandals, CM meets Durga puja Entrepreneurs
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 27, 2016 2:46 pm
  • Updated:June 22, 2022 4:12 pm

স্টাফ রিপোর্টার: দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে আগামী মঙ্গলবার, ৩০ আগস্ট বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেদিন বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে নির্দিষ্ট সরকারি গাইডলাইন জানিয়ে দেবেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা, দমকল, সিইএসসি, রাজ্য বিদ্যুৎ সংস্থার প্রতিনিধিরাও থাকবেন৷ নবান্ন সূত্রে খবর, মণ্ডপ ও প্রতিমা মিলিয়ে সর্বোচ্চ ৪২ ফুটের সীমা রাখা হচ্ছে৷ পাশাপাশি অগ্নি নির্বাপণ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে৷ মূলত কলকাতার ও শহরতলির বড় পুজো কমিটিগুলির কাছে কয়েকটি বার্তা দেওয়া হতে পারে৷

সাধারণ মানুষ যাতে বেরতে পারে সেদিকে লক্ষ রেখে দু’টি বেরনোর গেট রাখতে হবে৷ বেরনোর গেটের মাপ আট ফুট বাই আট ফুট হতে হবে৷ মণ্ডপে অন্তত চারটি অগ্নি নির্বাপণ যন্ত্র রাখতে হবে৷ দমকলের ইঞ্জিন যাতে মণ্ডপে সহজে ঢুকতে পারে, সে ব্যাপারে পর্যাপ্ত জায়গা রাখতে হবে৷ এছাড়াও পুলিশ ও দমকলের সঙ্গে সমন্বয় রেখে চলার কথা বলা হচ্ছে পুজো উদ্যোক্তাদের৷ এর আগে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ও পুরভবনে পুজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন৷ সেখানেও গাইডলাইনের বিষয়ে অনেকটা জানিয়ে দেওয়া হয়৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ