Advertisement
Advertisement
Vicky Yadav Murder Case

‘ভাটপাড়ায় ভিকি যাদব খুনে যুক্ত খোদ বিধায়ক’, সাংসদ অর্জুনের দাবিতে শাসক শিবিরে অস্বস্তি

পালটা অর্জুন সিংকে দলীয় কর্মী খুনের ঘটনায় জন্য দায়ী করেন বিধায়ক।

MP Arjun Singh claims, TMC MLA Somnath Shyam involved in Vicky Yadav murder case । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 23, 2023 11:28 am
  • Updated:December 23, 2023 11:28 am

অর্ণব দাস, বারাকপুর: ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের মামলায় সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে গ্রেপ্তারের পর থেকেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বারাকপুর শিল্পাঞ্চলের। শুক্রবার ভাটপাড়ায় ফিরেই জগদ্দলের তৃণমূল বিধায়কের গ্রেপ্তারের দাবি তুললেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। পালটা অর্জুনকে দলীয় কর্মী খুনের ঘটনায় জন্য দায়ী করলেন বিধায়ক সোমনাথ শ্যাম।

শুক্রবার সকালে ভাটপাড়ার অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের সামনে তাঁরই অনুগামীরা তৃণমূলের পতাকা হাতে পাপ্পুর গ্রেপ্তারির প্রতিবাদে বিক্ষোভ দেখায়। বৃহস্পতিবার অর্জুন দাবি করেছিলেন, ভিকি যাদব খুনের ঘটনায় অন্যতম চক্রী ধৃত পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। এই প্রসঙ্গ উল্লেখ করে এদিন বিক্ষোভকারীরা সোমনাথ শ্যাম এবং পঙ্কজের একসঙ্গে ছবি হাতে নিয়ে দলীয় বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে তোপ দাগেন। পরে ধৃত পাপ্পুকে বারাকপুর আদালতে তোলা হলে অর্জুনের অনুগামীরা সেখানেও বিক্ষোভ দেখায়। বিচারক পাপ্পুকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

[আরও পড়ুন: দুয়ারে পুরসভা! নতুন বছরে বয়স্ক নাগরিকদের জন্য চালু ‘নগরবন্ধু’ স্কিম]

সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, “ভিকি যাদব খুনের ঘটনায় পুলিশ পঙ্কজ সিং ওরফে ইমরান আহমেদকে মূল চক্রান্তকারী বলেছিল। এই পঙ্কজের সঙ্গে পাপ্পুর কোন যোগ এদিন আদালতে পুলিশ দেখাতে পারেনি। এই পঙ্কজের জন্মদিনে সোমনাথ শ্যাম কেক কেটে খাওয়াচ্ছে সেই ছবি আমি সংবাদমাধ্যমকে দিয়েছি। তাহলে যদি পাপ্পু সিংকে গ্রেপ্তার করা হয় তাহলে সোমনাথ শ্যামকে কেন গ্রেপ্তার করা হবে না।” সাংসদের সংযোজন, “পাপ্পুকে গ্রেপ্তার করাটা যে চক্রান্ত তা পরিষ্কার বোঝা যাচ্ছে। আসলে দলের অভ্যন্তর থেকেই তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার একটা চেষ্টা চলছে। আমি সমস্ত কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি।”

Advertisement

এই প্রসঙ্গে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম জানান, “আমি একজন জনপ্রতিনিধি। তাই মানুষের কাজে মানুষের কাছে যেতে হয়। সেই সময় অনেকেই আমার সঙ্গে ছবি তোলে। তাই কে ফটো তুললো সেটা আমার পক্ষে দেখা সম্ভব না। আর ফটো দিয়ে কিছু প্রমাণও হয়না। এরপরই তিনি অর্জুনকে নিশানা করে বলেন, লোকের মুখে একটা কথাটা উঠে আসছে, ভিকি যাদব খুনের পিছনে যদি কেউ থেকে থাকে সেটা হল সাংসদ অর্জুন সিং। উনিই পাপ্পুকে দিয়ে খুন করিয়েছেন।”

[আরও পড়ুন: প্রয়াত ‘রাণী রাসমণি’ খ্যাত অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ