Advertisement
Advertisement

ফিট হতে হবে পুলিশকর্মীদের, প্রতি থানায় মাল্টিজিম চালুর সিদ্ধান্ত মুর্শিদাবাদে

নিয়মিত শরীরচর্চা করতে হবে সিভিক ভলানটিয়ারদেরও৷

Murshadabad district police plans to open multiigym in Police stations
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2018 11:25 am
  • Updated:June 24, 2018 11:25 am

শাহজাদ হোসেন, ফরাক্কা: কাজের বিপুল চাপ৷ অনিয়মিত জীবযাপন৷ পেটানো শরীরে জমছে অবাঞ্চিত মেদ৷ দুষ্কৃতীদের ধরতে গিয়ে বিপাকে পড়ছেন খোদ পুলিশকর্মীরাই! কনস্টেবল থেকে পদস্থ আধিকারিক, সর্বস্তরের পুলিশকর্মীদের ফিট করে তুলতে থানায় মাল্টিজিম খোলার সিদ্ধান্ত নিয়েছে মুর্শিদাবাদ জেলা পুলিশ৷ জেলার সামশেরগঞ্জ, রানিনগর ও সালার চালুও হয়ে গিয়েছে মাল্টিজিম৷ জিমে নিয়মিত শরীরচর্চা করছেন পুলিশকর্মীরা৷ মুর্শিদাবাদের বাকি ২৪টি থানায় খুব তাড়াতাড়ি মাল্টিজিম চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে৷

[জামাইষষ্ঠীতে এসে আর ফেরার নাম নেই, যেতে বলায় অভিমানে আত্মঘাতী দম্পতি]

Advertisement

পুলিশে চাকরি অন্যতম প্রধান শর্তই হল শারীরিক সক্ষমতা বা ফিটনেস৷ বাছাই পর্বেই রীতিমতো শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয় কর্মপ্রার্থীদের৷ যাঁরা শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হন, তাঁরাই পুলিশে চাকরি পান৷ প্রশিক্ষণের পর মেলে পোস্টিং৷ কিন্তু, ঘটনা হল, চাকরি জীবনে প্রবেশের পর আগের সেই ফিটনেস আর ধরে রাখতে পারেন না বেশিরভাগ পুলিশকর্মীই৷ কারও নাদুস-নুদুস চেহারা, কারও আবার বিশাল ভুঁড়ি৷ দুষ্কৃতীদের ধাওয়া করবেন কী! একটু জোর হাঁটলে হাঁপিয়ে ওঠেন এ রাজ্যের পুলিশকর্মীরা৷ কনস্টেবল থেকে পদস্থ পুলিশকর্মী, সকলেরই একই অবস্থা৷ পরিস্থিতি এমনই, যে সম্প্রতি এ রাজ্যের পুলিশকর্মীদের শারীরিক গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট৷ আদালতের পর্ষবেক্ষণের পরই নড়েচড়ে বসেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ৷ জেলার ২৭টি থানায় মাল্টিজিম খোলার সিদ্ধান্ত নিয়েছেন পুলিশ সুপার শ্রী মুকেশ৷

Advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদে প্রতিটি থানায় মাল্টিজিমের জন্য বরাদ্দ পঞ্চাশ হাজার টাকা৷ শরীরচর্চার আধুনিক সরঞ্জাম তো বটেই, মাল্টিজিমে থাকবেন ডায়েটিশিয়ানও৷ কাজের ফাঁকে নিয়মিত থানার জিমে শরীরচর্চা করতে হবে পুলিশকর্মীদের৷ অফিসার, কনস্টেবল, এমনকী সিভিক ভলানটিয়াররাও বাদ যাবেন না৷ মুর্শিদাবাদের পুলিশ সুপার শ্রী মুকেশের বক্তব্য, ‘নিজেকে ফিট রাখতে জিমে নিয়মিত শরীরচর্চা একান্ত প্রয়োজনীয়৷ পুলিশকর্মীদের শরীরের ওজন যদি ঠিক থাকে, তাহলে কাজে স্বতঃস্ফূর্ততা আসবে৷ মনও সবসময় তরতাজা থাকবে৷ তাই মুর্শিদাবাদ জেলার পুলিশকর্মীদের জন্য প্রতিটি থানায় মাল্টিজিম খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’

[ক্রেতা সেজে দোকানদারের নাবালিকা কন্যার শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রৌঢ়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ