BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

কিশোরীকে ধর্ষণের অভিযোগ মায়ের প্রেমিকের বিরুদ্ধে, গ্রেপ্তার ২

Published by: Sangbad Pratidin Digital |    Posted: March 2, 2018 9:22 pm|    Updated: September 14, 2019 4:37 pm

Murshidabad woman held for aiding man to rape her daughter

কল্যাণ চন্দ, বহরমপুর: মায়ের কাছেই নিজেকে সবচেয়ে নিরাপদ বলে মনে করে সন্তান। কিন্তু সেই মা যখন মেয়েকে ধর্ষিতা হতে মদত দেয়, তখন তাকে কী বলা যাবে? সত্যিই সেই মায়ের বর্ণনার কোনও ভাষা হয় না। তেমন মায়ের ঘরে জন্ম নিয়েই ইজ্জত খোয়াতে হল অষ্টম শ্রেণির ছাত্রীকে। তাও আবার সেই মায়েরই প্রেমিকের হাতে ধর্ষিতা হল কিশোরী। অভিযোগ, ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে তাকে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হরিহরপাড়া থানার পুলিশ। ধর্ষণের ঘটনায় মদত দেওয়ার কারণে ছাত্রীর মাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরের হরিহরপাড়া থানার রেজলা পাড়ায়।

[পাওনা টাকা ফেরত চাওয়ায় কান, হাতের আঙুল কাটা গেল এক ব্যক্তির!]

পুলিশ সূত্রে খবর, হরিহরপাড়া থানার রেজলা পাড়ার গ্রামের আনোয়ার আনসারি নামে এক ফেরিওয়ালা পাড়ারই এক গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। কর্মসূত্রে স্বামী বাইরে থাকায় দীর্ঘ চার বছর ধরে ফিরোজা বিবির সঙ্গে বিবাহ-বর্হিভূত সম্পর্ক চালিয়ে যাওয়ার পর তাঁর ১৫ বছরের কিশোরী মেয়েকে গত দু’মাস ধরে ধর্ষণ করে আসছে আনসারি বলে অভিযোগ। পাশাপাশি নির্যাতিতার এও অভিযোগ, ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হত এবং এই কাজে মদত দিত তার মা। এমনকী ছাত্রীটিকে মারধর করে ওই ব্যক্তির কাছে যেতে বাধ্য করত তাঁর মা। শুধু তাই নয়, ছাত্রীটিকে ধর্ষণ করার পর প্রাণে মারার হুমকিও দিত অভিযুক্ত আনসারি।

[মাধ্যমিকে বেনজির পদক্ষেপ, মুখবন্ধ খামে প্রশ্নপত্র যাবে পরীক্ষার হলে]

এ বিষয়ে কিশোরী জানিয়েছে, তাঁর হাতের অনেক অংশ কেটে দিয়েছে আনসারি। তার বাবা বাড়িতে না থাকায় গত দু’মাস ধরে দিনের পর দিন তাঁকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এত অত্যাচার আর সহ্য করতে না পেরে নিজের আত্মীয়র শরণাপন্ন হয় সে। এরপর তাঁদের সাহায্যেই শুক্রবার দুপুরে হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করে সে। অভিযোগ পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ছাত্রীর মা ফিরোজা বিবিকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এদিকে এদিন সন্ধেয় ডোমকল থানা এলাকা থেকে অভিযুক্ত আনসারিকে গ্রেপ্তার করে পুলিশ। দু’জনেরই কঠোর শাস্তির দাবি তুলেছে নির্যাতিতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হরিহরপাড়া থানার ওসি কার্ত্তিক মাঝি জানিয়েছেন, ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর মা ও আনোয়ার আনসারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাঁদের বহরমপুর আদালতে তোলা হবে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে