Advertisement
Advertisement
Murshidabad

মুর্শিদাবাদে তৃণমূল সমর্থককে পিটিয়ে খুন! নেপথ্যে রাজনৈতিক কোন্দল?

অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Murshidabad youth allegedly killed by goons
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 10, 2025 11:26 am
  • Updated:June 10, 2025 11:26 am  

শাহাজাদ হোসেন, ফরাক্কা: মুর্শিদাবাদে চায়ের দোকানে তৃণমূল সমর্থককে পিটিয়ে খুন! ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। নেপথ্যে রাজনৈতিক কোন্দল নাকি ব্যক্তিগত শত্রুতা? খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম বাবলু শেখ। তৃণমূল সমর্থক হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন তিনি। মৃতের ভাইপো জামিরুল শেখের দাবি, গত লোকসভা নির্বাচনে পাতলাটোলায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল। তখন থেকেই বেশ কিছু পরিবার তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া হয়েছিল। যারা গ্রামছাড়া হয় তাঁরা সবাই নাকি তৃণমূলেরই সমর্থক। বাবলু শেখও ছিলেন সেই তালিকায়। সম্প্রতি ইদ উপলক্ষে বাড়ি ফেরে বেশ কিছু পরিবার। বাবলু শেখরাও ঘরে ফেরেন। সোমবার সন্ধ্যায় পাড়ার এক চায়ের দোকানে বসেছিলেন বাবলু। অভিযোগ, সেখানেই এক ব্যক্তি রড দিয়ে তাঁর বুকের পাঁজরে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বাবুল। তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।” শোনা যাচ্ছে, অভিযুক্ত যুবক স্থানীয় গিরিয়া গ্রামপঞ্চায়েতের উপপ্রধান তারু শেখের অনুগামী।

এপ্রসঙ্গে সিপিএমের রাজ্য কমিটির সদস্য সোমনাথ সিংহ রায় বলেন, “লোকসভায় জোট প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে গিরিয়ায় প্রায় একশোটি পরিবার ঘর ছাড়া ছিল। ইদে বাড়ি ফেরার পর তৃণমূলের হার্মাদ বাহিনী তাঁদের উপর আবার নতুন করে হামলা শুরু করেছে। চায়ের দোকানে প্রকাশ্যে বাবলু শেখকে লোহার রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে।” যদিও এই অভিযোগ মানতে রাজি নন রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। তিনি জানান, “এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগসূত্র নেই। গ্রাম্য বিবাদের জেরে খুন হয়েছে। পুলিশ প্রশাসনকে বলেছি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement