Advertisement
Advertisement
muslim rastriya mancha

আজানের বিরুদ্ধে আদালতে যাওয়ার জের, অর্জুনের নামে মামলার হুমকি আরএসএসের শাখা সংগঠনের

মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধ করতে হাই কোর্টে মামলা করেছেন বারাকপুরের সাংসদ।

West Bengal muslim rashtriya mancha's leader warns BJP MP arujn singh

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:July 10, 2020 7:25 pm
  • Updated:July 10, 2020 8:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে মসজিদ থেকে মাইকে আজান দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং (Arujn Singh)। এর প্রেক্ষিতে এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে পালটা মামলা করার হুমকি দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (muslim rastriya mancha)। শুধু তাই এই বিষয়ে তারা আরএসএস ও বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানাবে বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে।

শুক্রবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিজেপি সাংসদের বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেন পশ্চিমবঙ্গে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের দায়িত্বপ্রাপ্ত নেতা আলি আফজল চাঁদ। তিনি বলেন, ‘এখন খুব কঠিন সময় চলছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সব ধর্মের সমস্ত জাতীয়তাবাদী মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি আমরা। তার মধ্যে দলের সঙ্গে কোনও আলোচনা না করেই অর্জুন সিং কীভাবে এই মামলা করলেন তা আমাদের বোধগম্য হচ্ছে না। কোনও ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে এভাবে সরাসরি মামলা করতে পারেন না কোনও সাংসদ। তা জানা সত্ত্বেও উনি এই মামলা করেছেন। অবিলম্বে যদি তিনি এই মামলা প্রত্যাহার না করেন তাহলে আমরা ওনার নামে পালটা মামলা করব। সেই সঙ্গে এই বিষয়ে সংঘ ও বিজেপির নেতৃত্বের কাছেও অভিযোগ জানাব।’

Advertisement

[আরও পড়ুন: নিষেধাজ্ঞা উড়িয়ে বর্ষায়ও বেআইনি বালি উত্তোলন কাঁসাই নদীর বুকে, নীরব দর্শক পুলিশ]

গত মার্চে দেশজুড়ে লকডাউন শুরুর সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই পরিস্থিতিতে ধর্ম নিয়ে রাজনীতি করতে দলীয় কর্মীদের নিষেধ করেছিলেন। কিন্তু, অর্জুন সিং সেই নির্দেশ মানেননি বলেও অভিযোগ করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার প্রাক্তন বিজেপি প্রার্থী আলি আফজল চাঁদ। তাঁর কথায়, ‘জেপি নাড্ডাজির নির্দেশ থাকলেও তা অমান্য করে আজানে মাইকের ব্যবহার বন্ধ করার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন অর্জুন সিং। কিছুদিন আগে তৃণমূল থেকে আসার ফলেই এই ঘটনা ঘটিয়েছেন। এখনও পর্যন্ত দলের নিয়ম না জানার ফলে এই ঘটনা ঘটিয়েছেন। তবে আমরা কোনওভাবেই এই ঘটনা মানব না।’

Advertisement

[আরও পড়ুন: পরকীয়ার টানে নিখোঁজ, ৪ মাস পর উদ্ধার দেওর-বউদির ঝুলন্ত দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ