Advertisement
Advertisement

পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র পলাশিপাড়া, পুড়ল পুলিশের গাড়ি

জখম ওই ছাত্রের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

Nadia boil over road mishap
Published by: Sucheta Sengupta
  • Posted:January 29, 2019 3:04 pm
  • Updated:January 29, 2019 3:04 pm

পলাশ পাত্রতেহট্ট: সাইকেলে ধাক্কা ট্রাক্টরের। গুরুতর জখম এক স্কুল ছাত্র। নদিয়ার পলাশিপাড়ার গোপীনাথপুরের এই দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ট্রাক্টর চালককে মারধর তো করলই, রোষ থেকে বাদ গেল না পুলিশও। পলাশিপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে, পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা।

tractor-fire

Advertisement

মঙ্গলবার গোপীনাথপুর কারিগর পাড়ার স্কুল ছাত্র রাণা সাইকেল চালিয়ে যাচ্ছিল দেড় কিলোমিটার দূরের স্কুলে। কাছাকাছি আসতেই একটি বেপরোয়া ট্রাক্টর ধাক্কা মারে তার সাইকেলে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে কিশোর রানা। রক্তাক্ত কিশোরকে সঙ্গে সঙ্গে পলাশিপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান আশেপাশের বাসিন্দারা। শারীরিক অবস্থার অবনতি হলে, শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় তাকে৷ এরপরই জনতার রোষ গিয়ে পড়ে ট্রাক্টর চালকের উপর। উত্তেজিত জনতা চালককে ট্রাক্টর থেকে নামিয়ে একটি  ক্লাবে নিয়ে গিয়ে বেঁধে ব্যাপক মারধর করে। রাধানগরের গোপীনাথপুর এলাকার ওই  স্কুল সংলগ্ন রাস্তায় কোনও ট্রাক্টর চালানো যাবে না, এই দাবিতে পথ অবরোধ করে উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে পলাশিপাড়া থানার পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের গাড়ি দেখে আরও উত্তেজিত হয়ে বিক্ষোভকারী দল। স্কুলের পড়ুয়াদের সঙ্গে পুলিশের গাড়ি লক্ষ্য করে স্থানীয় মানুষজনও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। লাঠিও চালায় কেউ কেউ। শুরু হয় পুলিশের গাড়ি ভাঙচুর। এসবের পরও ক্ষোভ কমেনি। পুলিশের গাড়ি ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রাণ ভয়ে পুলিশ কর্মীরা দৌড়ে পাশের পঞ্চায়েত অফিসে গিয়ে আশ্রয় নেন।

Advertisement

                                          বিমার টাকা হাতাতে যুবক খুন, যাবজ্জীবন সাজা একই পরিবারের তিনজনের

এপ্রসঙ্গে পলাশিপাড়া কেন্দ্রের  বিধায়ক তাপস সাহা বলেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।এই রাস্তা দিয়ে অন্তত দিনের বেলা বেপরোয়া ট্রাক্টর চলাচল বন্ধ করার দাবি করেছেন স্থানীয় মানুষ। এই দাবির সঙ্গে আমি সহমত পোষণ করছি। স্কুলের সময়টা অন্তত এখান দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধ থাকুক। দিনের বাকি সময়ে ট্রাক্টর চলবে।’’ তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্কুল পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে আগেও বহুবার এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তা কার্যকরী হয়নি। এবারও আদৌ স্কুলের পাশের রাস্তায় ট্রাক্টর চলাচল বন্ধ হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁরা।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ