Advertisement
Advertisement

নারদ কাণ্ডে অপরূপা পোদ্দারের বাড়িতে সিবিআই, সাংসদের বয়ান রেকর্ড

সিবিআইয়ের হাজিরা এড়ালেন সৌগত রায়।

Narada Sting: CBI grills TMC MP Aparupa Poddar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2017 9:44 am
  • Updated:October 1, 2019 5:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারদ কাণ্ডে তদন্তে অভিযুক্ত তৃণমূল সাংসদের বাড়িতে সিবিআই। বৃহস্পতিবার হুগলির রিষড়ায় অপরূপা পোদ্দার বাড়িতে গিয়ে তাঁকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড করা হয়। এদিন আর এক তৃণমূল সাংসদ সৌগত রায়ের সিবিআইয়ের দপ্তরে হাজির হওয়ার কথা ছিল। এই নিয়ে দুবার তিনি হাজিরা এড়ালেন।

[ফসল বাঁচাতে স্কুলে বন্দি গরুর পাল, পড়াশোনা লাটে যোগীর রাজ্যের স্কুলে]

Advertisement

তাঁর বাড়িতে যাওয়ার বিষয়ে আগেই অপরূপা পোদ্দারকে ফোন করেছিল সিবিআই। সেই মতো বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুই আধিকারিক রিষড়ায় তৃণমূল সাংসদের বাড়িতে যায়। অপরূপার বয়ান রেকর্ড করা হয়। সূত্রের খবর, সিবিআই তৃণমূল সাংসদের কাছে জানতে চায় কাদের উপস্থিতিতে তিনি টাকা নিয়েছিলেন। স্টিং অপারেশনে পাওয়া অর্থ কী করেছেন তা জানতে অপরূপা ও তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি খতিয়ে দেখা হচ্ছে। নারদা স্টিং অপারেশনে তাঁর ভিডিও প্রকাশ্যে আসার পর অপরূপা পোদ্দার জানিয়েছিলেন যে সময় ছবিটি তোলা হয় তখন তিনি আরামবাগের সাংসদ ছিলেন না। এই নিয়ে হাইকোর্টে একটি মামলাও করেছিলেন তিনি। তবে সাংসদ না থাকলেও, ঘটনার সময় অপরূপা পুরসভার কাউন্সিলর ছিলেন। এদিকে নারদ তদন্ত নিয়ে সিবিআইয়ের দ্বিতীয় নোটিস পেয়ে হাজিরার কথা থাকলেও, এদিন নিজাম প্যালেসে যাননি সৌগত রায়। এদফায় তিনি যে সিবিআইয়ের মুখোমুখি হচ্ছেন না তা অবশ্য বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ। দমদমের সাংসদকে ফের সিবিআই সময় দেবে কিনা তা অবশ্য জানা যায়নি।

Advertisement

[এবার প্রাণ কাড়তে হাজির মারণ গেম ‘সল্ট অ্যান্ড আইস’]

সূত্রের খবর, পুজোর আগেই এই ঘটনায় ১৩ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লির নির্দেশ পেয়েছে ইডি। অভিযুক্তদের বয়ান ও নথিপত্র সংগ্রহ করে তা দিল্লিতে পাঠিয়ে দেওয়া হবে। নারদ কাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়কে জেরা করেছেন ইডি অফিসারেরা। এছাড়া তৃণমূল সাংসদ সুলতান আহমেদ, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদ এবং আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকেও ডেকে জেরা করা হয়েছে। ইডি সূত্রে খবর, একমাত্র কলকাতার মেয়র তথা মন্ত্রী শোভনই জেরায় টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। বাকিরা সকলেই টাকা নেওয়ার কথা মেনে নিয়েছেন। শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজির হওয়ার জন্য তাঁর বাড়িতে গিয়ে নোটিস দিয়ে আসে সিবিআই। তবে ইডির ডাকে গেলেও সিবিআই মুখো হননি কলকাতার মেয়র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ