BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

ফের পুলিশ হেফাজত নওশাদের, ‘ভোটের আগে রাজনৈতিক কারণে আটকে রাখা হচ্ছে’, দাবি বিধায়কের

Published by: Tiyasha Sarkar |    Posted: February 3, 2023 3:40 pm|    Updated: February 3, 2023 3:40 pm

Nawsad Siddique sent to police custody, MLA complains of political vendetta | Sangbad Pratidin

ফাইল ছবি

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ফের পুলিশ হেফাজতে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। শুক্রবার বারুইপুর আদালতে তোলা হলে আইএসএফ বিধায়ককে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রাখা হবে কলকাতা লেদার কমপ্লেক্স থানায়। নওশাদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পনামাফিক আটকে রাখা হচ্ছে তাঁকে।

১ ফেব্রুয়ারি নওশাদ সিদ্দিকীকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছিল। তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এরপরই বৃহস্পতিবার নওশাদের ফের পুলিশ হেফাজতের আরজি জানানো হয়। এই পরিস্থিতিতে শুক্রবার নওশাদকে তোলা হয় বারুইপুর আদালতে। কোর্টে প্রবেশের সময় বিধায়ক দাবি করেন, সামনেই পঞ্চায়েত ভোট। সেই কারণেই পরিকল্পনা করে আটকে রাখা হচ্ছে তাঁকে। আদালতেও নওশাদ দাবি করেন, তাঁকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে। শুনানি শেষে আইএসএফ বিধায়ককে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: জামিনের আবেদন করলেন না অনুব্রত, ফের ১৪ দিনের জেল হেফাজতে তৃণমূল নেতা]

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ধর্মতলায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পরই গ্রেপ্তার করা হয়েছিল আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে। সেই সঙ্গে গ্রেপ্তার হন আরও ১৮ আইএসএফ কর্মী-সমর্থক। তাঁদের তোলা হয় ব্যাঙ্কশাল আদালতে। প্রথমে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবার ফের আদালতে পেশ করা হলে, ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, কলকাতা লেদার কম্পলেক্স থানার পুলিশ হাতিশালায় মারামারি, দলীয় কার্যালয় ভাঙচুর-সহ তৃণমূল নেতা জুলফিকার মোল্লার উপরে আক্রমণের ঘটনায় বৃহস্পতিবার নওশাদকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বারুইপুর আদালতের দ্বারস্থ হন। এদিনই প্রোডাকশন ওয়ারান্টের অনুমতি চাওয়া হয় বলে জানা গিয়েছে। শুক্রবার প্রেসিডেন্সি জেল থেকে নওশাদকে বারুইপুর মহাকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।

[আরও পড়ুন: ‘একতা যাত্রা’র মাঝে আচমকা ৪৬ বছর আগের সহকর্মীর বাড়িতে রাজ্যপাল, ভাসলেন আবেগে]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে