Advertisement
Advertisement

‘নির্মল বাংলা’-কে মডেল করছে কেন্দ্র

বাংলা গর্বিত৷

'Nirmal Bangla' is followed as model by central government
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 25, 2016 10:44 am
  • Updated:August 20, 2020 10:21 pm

স্টাফ রিপোর্টার: স্বচ্ছতার মাপকাঠিতে বাংলাকে ‘রোল মডেল’ করছে কেন্দ্র৷ রাজ্যের ‘নির্মল বাংলা’ প্রকল্পে সরকারের পারফরম্যান্সের প্রশংসা করে এ কথা জানাল কেন্দ্রীয় পানীয় জল ও স্বাস্থ্যমন্ত্রক (ড্রিঙ্কিং অ্যান্ড স্যানিটেশন)৷ শৌচাগার নির্মাণের ক্ষেত্রে আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলার নদিয়া জেলা৷ এবার সেই জেলার ভিত্তিতে বাংলার ‘পারফরম্যান্স’-কে স্বীকৃতি দিয়ে তাকে মডেল করার কথা জানাল কেন্দ্র সরকার৷ শুক্রবার কেন্দ্রীয় পানীয় জল ও স্বাস্থ্যমন্ত্রকের সচিব পরমেশ্বরন আইয়ার দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ এ কথা জানিয়ে আগামিদিনে কেন্দ্রের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিংও কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠানে এ নিয়ে রাজ্যের প্রশংসা করেছেন৷ বাংলাকে গোটা দেশের কাছে মডেল করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্মল বাংলাকে মডেল করে গোটা দেশে সচেতনতার প্রচার চালাবে কেন্দ্র সরকার৷ যা বাংলার কাছে অত্যন্ত গর্বের৷ বাংলাকে দেখে এগোবে গোটা দেশ৷” বাজেট পেশ করে অর্থমন্ত্রী অমিত মিত্রও বলেছেন, “গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে নদিয়া জেলা দেশের মধ্যে প্রথম ‘মুক্ত শৌচহীন’ জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে৷ বাংলা গর্বিত৷”
নিজেদের স্বচ্ছ ভারত মিশনের আওতায় বাংলার এই প্রকল্পকে যে মডেল করা হবে তা নিয়ে আগেই ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রকের সচিব৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ