Advertisement
Advertisement

Breaking News

গঙ্গাজলও নয়, শুধুই কারণবারিতে পুজো পান দাঁইহাটের সিদ্ধেশ্বরী

এই তান্ত্রিক কালীপূজায় যে কোনও রকম জলই ব্রাত্য!

No Gangajal, Only Karan Bari Is Used In Dainhat’s Siddheshwari Kali Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 25, 2016 9:52 am
  • Updated:October 25, 2016 1:43 pm

ধীমান রায়: কাটোয়ার গঙ্গা নদীর অদূরেই দাঁইহাটের সিদ্ধেশ্বরী মাতার মন্দির৷ সিদ্ধেশ্বরী মাতার পুজোয় কিন্তু ব্রাত্য গঙ্গাজল৷ তার পরিবর্তে কারণবারি দিয়েই সিদ্ধেশ্বরী অর্থাৎ দক্ষিণাকালীর পুজো হয়ে আসছে৷ এটাই ৩৫০ বছরের রীতি।
চারদিনের এই কালীপুজো ঘিরে মেতে থাকেন এলাকাবাসী৷ সিদ্ধেশ্বরী মাতার মাহাত্ম্যের কথা দূরদূরান্তের গ্রামেও প্রচারিত৷ আর তারই আকর্ষণে দূরদূরান্তের ভক্তরাও ভিড় জমান দাঁইহাটের বেড়া এলাকায় প্রাচীন এই সিদ্ধেশ্বরী মাতার পুজোয়৷ স্থানীয়রা জানান, রামানন্দ নামে এক সাধক এই দক্ষিণাকালীর প্রতিষ্ঠা করেন৷ ওই সাধকের বাড়ি ছিল নদিয়া জেলার মাটিয়ারিতে৷ গঙ্গা নদীর ওপারে মাটিয়ারি অবস্থিত৷

dainhatkali1_web
দাঁইহাটের সিদ্ধেশ্বরী

রামানন্দ সাধনার জন্য নিরিবিলি জায়গা হিসাবে বেড়া গ্রামকেই তখন বেছে নিয়েছিলেন৷ রোজ গঙ্গা পার হয়ে তিনি সাধনা করতে আসতেন বেড়া গ্রামে৷ প্রতিষ্ঠা করেন পঞ্চমুণ্ডির আসন৷ দেবীকে ওই আসনে প্রতিষ্ঠিত করে সাধনায় মগ্ন হয়ে থাকতেন রামানন্দ৷ পরবর্তীকালে বন্দ্যোপাধ্যায় পরিবার এই পুজো চালিয়ে আসছেন৷
কার্তিকী অমাবস্যায় পুজো হয় সিদ্ধেশ্বরী মাতার৷ তৃতীয়ার দিন বিসর্জন হয়৷ নিয়ম আছে, সিদ্ধেশ্বরীদেবীর পুজোয় জলের পরিবর্তে কারণবারি ব্যবহৃত হয়৷ দেবীকে ইলিশ, মাগুর ও পোনা এই তিন মাছের পদ রান্না করে ভোগ দিতে হয়৷ ন’পোয়া চাল ভাজা দিতে হয়৷ তবে সিদ্ধেশ্বরী মাতার পুজোয় ঘট বিসর্জন হয়, প্রতিমা নয়।৷ স্থানীয় বাসিন্দারা জানান, তাঁদের কাছে সিদ্ধেশ্বরী মাতা বড় জাগ্রতা দেবী৷ অনেকেই মানত করেন এখানে৷ মনোবাসনা পূর্ণ হলে পরের বছর পুজো দেন৷ পারিবারিক পুজো নামেই৷ আসলে সবার পরশে সমৃদ্ধ সিদ্ধেশ্বরী মাতার মন্দির৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ