Advertisement
Advertisement
Puja Weather Update

রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর, পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, জানাল হাওয়া অফিস

তবে কয়েক জায়গায় হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে বলেই খবর।

No Heavy rain in Bengal during Durga Puja, says MeT Dept officer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 28, 2022 5:15 pm
  • Updated:September 28, 2022 6:45 pm

নব্যেন্দু হাজরা: সপ্তমী থেকে বৃষ্টিতে ভাসবে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জায়গা। কিছুদিন আগে এমন খবর শোনা গিয়েছিল। তবে তেমনটা হওয়ার সম্ভাবনা আপাতত নেই। সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা অনুযায়ী, ষষ্ঠী থেকে বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে। আর তা হলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। ভারী কিংবা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানান হাওয়া অফিসের অধিকর্তা। 

Weather forecast
ছবি: পিন্টু প্রধান

বাংলায় পুজোর (Durga Puja) সূচনা হয়ে গিয়েছে। আলোর মালায় সেজে উঠেছে গোটা রাজ্য। মহালয়া থেকেই ভিড়ে ঠাসা প্যান্ডেল। সপ্তমী-অষ্টমীতে এই ভিড় বাড়ার সম্ভাবনা প্রবল। কারণ করোনার জেরে গত দু’বছর কোনওভাবে পুজো সারা হয়েছে। এবারে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে। তাই এবার উৎসবপ্রিয় বাঙালির উৎসাহ প্রবল। এমন পরিস্থিতিতেই ষষ্ঠী থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

Advertisement

[আরও পড়ুন: পর্যাপ্ত নথির অভাব, বোলপুর পুরসভার অনুদান মামলায় হাই কোর্টে স্বস্তিতে অনুব্রত]

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তর কারণেই এবার দুর্গাপুজোয় (Durga Puja 2022) বৃষ্টির সম্ভাবনা প্রবল। ষষ্ঠী থেকেই এই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সপ্তমীর দিনও কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি হবে বলে খবর। তবে ভারী বৃষ্টি হবে না বলেই হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।  তবে উপকূলীয় জেলা যেমন দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। 

Advertisement

Weather Update

পুজোর মুখে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের এই পূর্বাভাস চিন্তায় ফেলে দিয়েছিল দর্শনার্থীদের।  সকলেরই চিন্তা কীভাবে প্রতিমা দর্শন করবেন তাঁরা। পঞ্চমীর আগেই সব প্রতিমা দেখে ফেলবেন, কেউ কেউ এমন প্ল্যানও সেরে ফেলেছেন।  কেউ ভাবছেন ছাতা মাথায় ঘুরে দেখবেন মণ্ডপ। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, এ খবর দর্শনার্থীদের জন্য কিছুটা হলেও স্বস্তির। অল্প বৃষ্টির ধাক্কা সামলে নেওয়া যাবে। এমনটাই মনে করছেন অনেকে। যদিও ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে তাঁর অবস্থানের উপর বৃষ্টির পরিমাণ নির্ভর করছে বলেই জানান হাওয়া অফিসের কর্তা।

[আরও পড়ুন: রয়েছে অনুব্রতর অ্যাকাউন্ট, সিবিআই তদন্তের মাঝেই বেসরকারি ব্যাংকে বিধ্বংসী আগুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ