Advertisement
Advertisement

মমতার বিকল্প কেউ নেই: দিলীপ ঘোষ

বাংলার মানুষ মনে করেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই৷ তিনিই যোগ্য নেত্রী৷ আর সেটা ভেবেই মানুষই দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সোমবার মালদহে এভাবেই কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ৷

No One Can Replace Mamata Banerjee, Says Dilip Ghosh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 7, 2016 9:04 am
  • Updated:June 23, 2022 7:54 pm  

স্টাফ রিপোর্টার: বাংলার মানুষ মনে করেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই৷ তিনিই যোগ্য নেত্রী৷ আর সেটা ভেবেই মানুষই দ্বিতীয়বার রাজ্যে ক্ষমতায় এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সোমবার মালদহে এভাবেই কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক দিলীপ ঘোষ৷
উত্তরবঙ্গের চা-বাগান এলাকা পরিদর্শনের পর বিজেপির রাজ্য সভাপতি এদিন মালদহে আসেন৷ বিকেলে জেলার বৈষ্ণবনগরে দলের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি৷ বৈষ্ণবনগর আসনে এবার জয়ী হয়েছেন বিজেপির স্বাধীন সরকার৷ এই আসনটি পেয়ে মালদহ জেলাতেও বিজেপি এবার খাতা খুলেছে৷ দলের তরফে বৈষ্ণবনগরের দুই নতুন বিধায়ক দিলীপ ঘোষ ও স্বাধীন সরকারকে সংবর্ধনা দেওয়া হয়৷ তার আগে মালদহ টাউন স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলের সমালোচনা করলেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার যোগ্যনেত্রী’ বলেই উল্লেখ করেন৷
দিলীপবাবু বলেন, “তৃণমূলের লোকজন খারাপ হতে পারে৷ কিন্তু বাংলার মানুষ মনে করেন, মমতাই যোগ্য নেত্রী৷ তিনিই রাজ্যের হাল ধরার ক্ষমতা রাখেন৷ মমতার কোনও বিকল্প নেই৷ এই সব ভেবেই বাংলার মানুষ মমতাকে ভোট দিয়েছেন৷ দ্বিতীয়বার ক্ষমতায় এনেছেন৷” মালদহে দলের খাতা খোলা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “মালদহে আমরা বরাবরই ভাল ভোট পেয়েছি৷ এবার একটি বিধানসভা আসন পেয়েছি৷ এই জেলায় কংগ্রেস ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে৷ সেই জায়গাটা বিজেপি দখল করছে৷ আগামীতে গোটা মালদহ জেলাটাই বিজেপির দখলে চলে আসবে৷” কেন্দ্রের মাধ্যমে দলের একজন বিধায়কই গোটা মালদহ জেলার উন্নয়ন করবেন বলে আশাবাদী বিজেপি রাজ্য সভাপতি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement