Advertisement
Advertisement
লোকসভা নির্বাচন, দশরথ তিরকে, সৌরভ চক্রবর্তী

‘বাংলায় এনআরসি বাঙালিদের বিতাড়নের চক্রান্ত’, প্রচার সভা থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতার

সভার পাশাপাশি এলাকায় মিছিলও করেন তৃণমূল নেতৃত্ব।

NRC in Bengal is the conspiracy to push Bengalis out, says TMC leader
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 1, 2019 4:06 pm
  • Updated:July 19, 2019 2:10 pm

অরূপ বসাক, মালবাজার:   প্রতিবেশী রাজ্যের সীমানা লাগোয়া এরাজ্যের নির্বাচনী কেন্দ্রগুলিতে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে এনআরসি৷ সোমবার আলিপুরদুয়ারে তৃণমূলের নির্বাচনী সভা থেকে জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী নাগরিকপঞ্জি ইস্যুতে বিজেপি বিরোধী সুর চড়ালেন৷ তাঁর সাবধানবাণী, “কেন্দ্রীয় সরকার এনআরসি চালু করে অসম থেকে বাঙালিদের তাড়িয়েছে। ফের যদি তারা ক্ষমতায় আসে তাহলে বাংলা থেকে বাঙালিদেরও বিতাড়িত করবে। তাই এখন থেকেই সাবধান হোন সকলে। নিজেদের স্বার্থেই একটি ভোটও তৃণমূল ছাড়া কাউকে দেবে না।” দিন কয়েক আগেই মালদার সভা থেকে অমিত শাহ হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘‘বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি করা হবে৷ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে৷’’  এদিন সৌরভ তারই জবাব দিলেন৷

                          [আরও পড়ুন: হেলিপ্যাড নিয়ে সমস্যা, আলিপুরদুয়ারে অভিষেকের সভা ঘিরে অনিশ্চয়তা]

Advertisement

১১ এপ্রিল নির্বাচন আলিপুরদুয়ারে। হাতে মাত্র এক সপ্তাহ বাকি। তাই শেষ লগ্নের প্রচারে ব্যস্ত সব দল। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দশরথ তিরকের জন্য সোমবার সকালে তৃণমূল নেতৃত্ব এলাকায় একটি জনসভার আয়োজন করে৷ সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতা, কর্মীরা। সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন তাঁরা।

Advertisement

ভোটের বাদ্যি বেজে গিয়েছে। মিটিং-মিছিল-সভায় ব্যস্ত সমস্ত রাজনৈতিক শিবিরই। সোমবার সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের সোনগাছি চা বাগানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তিরকের সমর্থনে সভার আয়োজন করে তৃণমূল। এদিন সকালে বাগানের গেটের সামনে আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন দশরথ তিরকে ও তৃণমূলের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। সভা থেকে এনআরসি ইস্যুতেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন সৌরভ চক্রবর্তী। বিজেপিকে একহাত নিয়েছেন প্রার্থী দশরথ তিরকে নিজেও৷

[আরও পড়ুন: রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ, স্থানীয়দের তৎপরতায় গ্রেপ্তার ২]

এই সভার পর এদিন নাকটি চা বাগানের জাহাজ বস্তি পরিদর্শনে যান দশরথ তিরকে ও সৌরভ চক্রবর্তী। সঙ্গে ছিলেন মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা, প্রাক্তন বিধায়ক জোসেফ মুণ্ডা সহ অন্যান্যরা। সেখানে নেওড়া ভ্যালির ধারে পর্যটক বিভাগের তরফে কোনও কিছু নির্মাণ করা যায় কি না, সে বিষয়ে সকলের সাথে কথা বলে তৃণমূল নেতৃত্ব। এরপর স্থানীয়দের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন প্রার্থী দশরথ তিরকে। সভার পাশাপাশি, আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।  সব মিলিয়ে পুরোপুরি ভোটের প্রচার একেবারে মধ্যগগনে আলিপুরদুয়ারে। 

এদিকে, চা বাগান ঘুরে ঘুরে এদিন প্রচারে নেমেছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বার্লাও৷ নিজে চা শ্রমিক হিসেবে একেবারে তৃণমূল স্তরে দীর্ঘদিন কাজের সুবাদে সেখানকার সমস্যাগুলো তিনিই ভাল বোঝেন বলে দাবি করে প্রার্থীর আশ্বাস, জিতলে চা বাগানের উন্নতিতে কাজ করবেন৷ যা এতদিন ধরে সিপিএম বা তৃণমূলের জমানায় একেবারেই ব্রাত্য ছিল৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ