Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের দুপুরে মৃত্যু ৬ জনের, প্রাণ গেল সাধারণ ভোটারেরও

সবমিলিয়ে নির্বাচনের দিনে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর সাক্ষী থাকল বাংলা।

Panchayat Election 2023: Common Voter including 6 died in Murshidabad and S 24 Parganas
Published by: Paramita Paul
  • Posted:July 8, 2023 1:38 pm
  • Updated:July 8, 2023 4:06 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দুপুরে মৃত্যু হল চারজনের। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ও পূর্ব বর্ধমানের কাটোয়ায় মৃত্য়ু হল দুই তৃণমূল কর্মীর। মুর্শিদাবাদের নওদায় ভোট দিতে এসে মৃত্য়ু হল এক ভোটারের। একই জেলায় লালগোলায় খুন সিপিএম কর্মী। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার প্রাণ গিয়েছে তৃণমূল কর্মীর। দিনহাটায় মৃত বিজেপি কর্মী। এদিকে লালগোলায় সবমিলিয়ে নির্বাচনের দিনে ১২ জনের মৃত্যুর সাক্ষী থাকল বাংলা।

শনিবার বাসন্তীর ফুলমালঞ্চতে মৃত্যু হয়েছে তৃণমূল (TMC) কর্মীর। ফুলমালঞ্চ গ্রামের ৯৯ নম্বর বুথ ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছি। সেখানে তৃণমূল ও নির্দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চলে বোমাবাজি। ২০-২৫টা বোমা মারা হয়। এমনকী বুথেও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। সেখানে বোমার ঘায়ে মৃত্য়ু হয় তৃণমূল কর্মীর। নাম আনিসুর ওস্তাগার।

Advertisement

[আরও পড়ুন: পেনশন মেলেনি পুলিশ পরিবারে, হাই কোর্টে ‘অবাক’ হাজিরা দুই আমলার]

পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রাণ গিয়েছে আরও এক তৃণমূল কর্মীর। নাম গৌতম রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুথের বাইরে তৃণমূল ও সিপিএমের বচসা হচ্ছিল। সেখান থেকে হাতাহাতি, সংঘর্ষ শুরু হয়। ঠেলাঠেলিতে পরে যান গৌতম রায়। জখম হয়েছিলেন। তারপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্য়ায়ের অভিযোগ, “তৃণমূল কর্মীর মৃত্যুর পিছনে দায়ী সিপিএম।” 

উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় খুন তৃণমূলের বিদায়ী প্রধানের। নাম মহম্মদ শাহেনশা। তিনি তৃণমূলের প্রধানের স্বামী। বুথে কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ চলছিল। সেখানেই গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় তাঁর। 

মুর্শিদাবাদে সাতসকালে ভোট দিতে যাওয়ার সময়ে নওদায় (Nawda) জখম হন এক বৃদ্ধ ভোটর। দুপুরে তাঁর মৃত্যু হয়। গঙ্গাধারী মধুপুর ৪ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। বৃদ্ধের নাম হাজি নিয়াকত শেখ। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে বলে খবর।
 
লালগোলায় সিপিআইএম কর্মী রওশন আলিকে বোমা মেরে খুন করার অভিযোগ উঠল। ২৩৯ নং বুথে ভোটের লাইনে বোমা মারা হয় বলে অভিযোগ। তৃণমুল ও কংগ্রেসের মধ্যে বোমাবাজি চলছিল। তার মাঝেই সিপিএম কর্মীর মৃত্য়ু হয়। 
 
 
 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement