Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: বাজারের ব্যাগে তাজা বোমা! নিউটাউনে সিপিএম-তৃণমূল তরজা তুঙ্গে

বাড়ির আশেপাশে বোমা খুঁজে দেখার জন্য এলাকাবাসীর কাছে আবেদন সিপিএমের।

Panchayat Election: Bombs recovered from a carry bag at New Town sparks new row | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 12, 2023 12:00 pm
  • Updated:July 12, 2023 12:34 pm

বিধান নস্কর, দমদম: বাজারের ব্যাগ থেকে উদ্ধার তাজা বোমা। পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের ঠিক পরদিনই এই বোমা উদ্ধার ঘিরে তীব্র আতঙ্ক নিউটাউনের (New Town) গৌরাঙ্গনগরে। বুধবার সকালে নতুন পল্লির সাহা মার্কেটের কাছে একটি ঝোপের মধ্যে পড়েছিল বাজার করার একটি ব্যাগ। দেখা যায়, ব্যাগের ভিতরে তাজা বোমা! খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে। এনিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের পাশাপাশি তৃণমূল-সিপিএমের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) দিন জ্যাংড়া-হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি ক্লাবের ২৬৬ ও ২৬৭ নম্বর বুথে ভোটগ্রহণ চলছিল। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা বুথে ভাঙচুর করে ব্যালট বাক্স ফেলে দেন বলে অভিযোগ। এরপরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত হয়। সোমবার সেখানে ফের ভোটগ্রহণ হয়, মঙ্গলবার গণনা ও তারপর বুধবার সকালে বুথের কিছুটা দূরেই উদ্ধার তাজা বোমা।

Advertisement

[আরও পড়ুন: ২৯-এ ২৮! ফুরফুরা শরিফে তৃণমূলের জয়জয়কার, সবুজ ঝড়ে উড়ে গেল নওশাদের ISF]

সিপিএম (CPM) নেতা পরিমল মিস্ত্রির অভিযোগ, পুনর্নির্বাচনের দিন প্রচুর তৃণমূল (TMC) আশ্রিত বহিরাগত জমায়েত করেছিল। পুরো এলাকায় ঘিরে রেখেছিল তারা। তাঁরাই এই কাজ করেছে বলে অভিযোগ। সিপিএমের তরফ থেকে এলাকাবাসীদের অনুরোধ করা হয় যে নিজেদের বাড়ির আশেপাশে খুঁজে দেখুন কোথাও বোমা ও মেশিন পড়ে আছে কিনা। অন্যদিকে তৃণমূলের পাল্টা অভিযোগ সিপিআইএম বিজেপি এই কাজ করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

Advertisement

[আরও পড়ুন: ১৬-এ ষোল! নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবারও সিঙ্গুর দখল তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ