Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: পঞ্চায়েত ভোট কবে? জানেই না ঝাড়খণ্ড সীমানা ছুঁয়ে থাকা পুরুলিয়ার গ্রাম

ভোট উৎসবের উলটো ছবি!

Panchayat Election: This Purulia village an oasis of peace amidst poll violence | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 3, 2023 6:36 pm
  • Updated:July 3, 2023 7:04 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোট কবে? “নাই জানি।” একেবারে স্পষ্ট উত্তর সোমবারি হাঁসদার।

ভোট নিয়ে দেওয়াল লিখন নেই কেন ? অবাক চোখে তাকিয়ে থাকেন টুকলু হাঁসদা। তা ভোট কবে? “বলতে নাই পারব।”

Advertisement

ভোট কবে?” না উটা বলে নাই। তবে উয়ারা আসেছিল?” কারা? “আসেছিলো…।” আর কোন রা নেই হাবু হাঁসদার।

পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের কুঁচিয়া গ্রাম পঞ্চায়েতের (Panchayat Election) দলমা পাহাড় রেঞ্জ ছুঁয়ে থাকা আঁধারঝোর, আসনপানি ঠরকাদহে ভোট নিয়ে কোন তাপ-উত্তাপ নেই। গ্রাম বাংলার ভোটে জঙ্গলমহলের এই গ্রামীণ জনপদগুলিতেও একেবারে উলটো ছবি।

কিন্তু কেন? এই প্রশ্নের কিছু উত্তর মেলে। কিছু-র কোনও জবাব মেলে না। বনমহলের এই বিস্তীর্ণ এলাকার বাড়ির সীমানা পার হলেই ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার ধারবুরু পাহাড়ের জঙ্গল। একসময় এই এলাকা ছিল মাও মুক্তাঞ্চল। কিন্তু এখন সেসব অতীত। গ্রামের ঢালাই রাস্তা দিয়ে সবুজ সাথীর সাইকেলে চড়ে যায় বাংলার এই শেষ গাঁয়ের কন্যাশ্রীরাও। ঘরের দুয়ারেই মেলে রেশনের চাল। কিন্তু তবুও এই তল্লাট কেমন যেন থমথমে। একেবারে চুপচাপ। অতীতের ছায়া যেন রয়েই গিয়েছে। তাই এই ভোট উৎসবেও বান্দোয়ানের এই গ্রাম গুলির দেওয়ালে নেই ভোটের কোন দেওয়াল লিখন। নেই কোন রাজনৈতিক দলের পতাকা, ফেস্টুন, ব্যানার, হোর্ডিং, কার্ট আউট। নেই প্রার্থীদের ভোট প্রচারও।

[আরও পড়ুন: গালওয়ান সংঘাত থেকে ইউক্রেন যুদ্ধ, SCO সামিটে মুখোমুখি মোদি-শি-পুতিন]

বান্দোয়ানের একেবারে শেষ গ্রাম ঠরকাদহ-র কাদু টুডু বলেন, “আমরা বর্ডার এলাকায় থাকি। অনেক কিছু বুঝে শুনে চলতে হয়। রাজনৈতিক দলের পতাকা টাঙিয়ে নিজেরা চিহ্নিত হতে চাই না।” আর সেই কারনেই দেওয়াল লিখনেও ‘না’ দলমা রেঞ্জ ছুঁয়ে থাকা এই গ্রামগুলির। আসনপানি গ্রামের কালিদাস মুর্মু বলেন, “ভোট আসবে, ভোট যাবে। রাজনৈতিক রঙে দেওয়াল নষ্ট করতে চাই না। নিজেদেরকে বোঝাতে চাই না আমরা কাকে ভোট দেব। এটা আজ নয় অনেকদিন ধরেই চলে আসছে।”
 

এই এলাকায় প্রায় ১৩৫টি পরিবার রয়েছে। সামান্য চাষাবাদ, দিনমজুরি আর জঙ্গলের বনজ সম্পদ বিক্রি করে দিন গুজরান হয় তাদের। ১০০ দিনের কাজ না হওয়ায় একের পর এক গ্রামের পুরুষরা বাইরে যান কাজ করতে। আসনপানি গ্রামের সুমিতা হাঁসদা বলছিলেন, “ভোট কবে জানি না। স্লিপ দিলে জানতে পারব। ভোটটা হয়তো দেব। কিন্তু এই ভোট দিয়ে কী আমাদের কোন দিনবদল হবে? পরিবারের পুরুষদের তো সেই বাইরেই যেতে হবে।” তাই ভোট নিয়ে কোন উৎসাহ নেই বান্দোয়ানের এই জনপদগুলিতে। স্থানীয় তৃণমূল বিধায়ক রাজীবলোচন সোরেন, সিপিএমের জেলা কমিটির সদস্য রথু সিং বলেন, “ওই গ্রামের মানুষজন দেওয়াল লিখতে দেন না। তবে বাড়ি-বাড়ি প্রচার হয়।”

[আরও পড়ুন: ‘মুসলিমবিদ্বেষী আচরণ মেনে নেওয়া হবে না’, কোরান পোড়ানোর তীব্র নিন্দা সুইডেনের]

কিন্তু তার যে কোন ছাপই নেই গ্রামে! অথচ আগের মত নেই কোনও হুমকি। ভোট বয়কটের ডাক। তবুও বাংলার এই শেষপ্রান্তে পা রাখলেই যেন গা ছমছম করে। কিন্তু অভয়দানে এই এলাকায় এখনও এরিয়া ডমিনেশন করেনি কেন্দ্রীয় বাহিনী। বুথমুখী করতে কমিশনেরও প্রচার নেই। তাই গ্রামীণ ভোটেও এই গাঁ-গঞ্জ গুলিতে যেন ‘অন্য গ্রাম’ হয়ে রয়েছে। এই ভোট পরবেও!

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement