Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election

Panchayat Election: নির্বাচন বড় বালাই! ভোটারের মন পেতে নিজের টাকায় রাস্তা সারালেন TMC নেতা

ভাঙড়ের তৃণমূল নেতাকে কটাক্ষ আইএসএফের।

Panchayat Election: TMC leader bears expense of road repairing | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 28, 2023 8:40 pm
  • Updated:June 28, 2023 9:42 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কথায় বলে, ভোট (Panchayat Election) বড় বালাই। ভোটে জেতার জন্য প্রার্থীরা কী কী না করেন! এবার মানুষের মন পেতে ভোটের আগে কাদা রাস্তায় ইট পাতলেন তৃণমূল নেতা। একটা-দুটো ইট নয়। প্রায় ছ’শো মিটার রাস্তায় চার হাজার ইট পাতা হয়েছে। এজন্য নেতার গাঁট থেকে খসছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের আবুয়া গ্রামে। তৃণমূল প্রার্থীর এহেন কীর্তিতে খুশিতে সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে খবর, ভগবানপুর হাই স্কুল থেকে পাকাপোল বাজারে আসার রাস্তার অবস্থা খুব খারাপ। গোটা রাস্তা কাদায় ভরা। বাইক, সাইকেল চালানো দূরের কথা হাঁটার মতো অবস্থা নেই। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছিল। স্বাভাবিকভাবেই ভোট প্রচারে গিয়ে ওই এলাকার তৃণমূল প্রার্থী মারুফা বিবি এনিয়ে অস্বস্তিতে পড়ছিলেন। মারুফার স্বামী খইরুল ইসলাম আবার ওই অঞ্চলের যুবনেতা। মানুষের ক্ষোভ ভোটবাক্সে প্রভাব ফেলতে পারে, এটা অনুমান করে তড়িঘড়ি সোমবার সকাল থেকে ইট বিছিয়ে রাস্তার মেরামত শুরু করে দেন খইরুল।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগে আবারও উত্তপ্ত কোচবিহার, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে চলল গুলি, পুড়ল বাইক]

এপ্রসঙ্গে খইরুল বলেন,”বিদায়ী প্রধানকে বারবার বলেও এলাকার রাস্তাঘাট কিছুই করেনি। মানুষের মধ্যে যেমন ক্ষোভ আছে, তেমন ভোগান্তি আছে। তাই ভোগান্তি কমাতে উদ্যোগ নিলাম।” রাস্তার জন্য তহবিল এল কোথা থেকে? প্রশ্নের জবাবে খইরুল বলেন, “এখন পঞ্চায়েতের সব কাজ বন্ধ আছে। আমি এলাকায় ব্যবসা করি। তাই এলাকার বাসিন্দা হিসাবে নিজের গাঁটের টাকায় রাস্তা মেরামত করে দিলাম।”

Advertisement

 

এই ঘটনায় অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আইএসএফ নেতা রাইনুর হক বলেন, “তৃণমূল নেতা নিজেই বলছেন তৃণমূল প্রধান কাজ করেননি। তাহলে কোন মুখে ওঁরা মানুষের কাছে ভোট চাইছেন। ভোতে জিতে গেলে যে টাকা খরচ হচ্ছে তোলাবাজি করে তাঁর দশগুন টাকা তুলে নেবে বাজার থেকে।”

[আরও পড়ুন: চকলেটের লোভ দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণ করে খুন, ২ যুবককে মৃত্যুদণ্ড দিল আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ