Advertisement
Advertisement

Breaking News

Sukanta Majumder makes allegation against BDO of Balurghat

Panchayat Vote 2023: উধাও গণনা কেন্দ্রের সিসিটিভি, বালুরঘাটের বিডিও’র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সুকান্তর

সুকান্ত মজুমদারকে পালটা জবাব তৃণমূলের।

Panchayat Vote 2023: Sukanta Majumder makes allegation against BDO of Balurghat on Panchayat Election counting । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 16, 2023 2:46 pm
  • Updated:July 16, 2023 4:50 pm

রাজা দাস, বালুরঘাট: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Vote 2023) মিটে গিয়েছে। তা সত্ত্বেও উত্তাপের অন্ত নেই। শাসক-বিরোধী চাপানউতোর যেন লেগেই রয়েছে। ভোটগণনা কেন্দ্রের সিসিটিভি ও হার্ডডিস্ক চুরিকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জোর শোরগোল। স্থানীয় বিডিও’র অভিযোগকে হাতিয়ার করেই সুর চড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে পালটা জবাব দেয় তৃণমূল।

১১ জুলাই বিকেলেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, বালুরঘাট কলেজে ভোট গণনায় কারচুপি হয়েছে। এই অভিযোগে জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসেন সুকান্ত মজুমদার। এরপর ওইদিন রাত বারোটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত গণনা কেন্দ্রের সামনেই দাঁড়িয়ে থাকেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেই এই কাজ চলছে বলেও দাবি সুকান্তর।

Advertisement

[আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সামলাতে দল পাঠাচ্ছে নবান্ন, নেতৃত্বে সেচমন্ত্রী, টুইট মুখ্যমন্ত্রীর]

অভিযোগের রেশ কাটতে না কাটতেই সিসিটিভি চুরি যাওয়ার তথ্য সামনে আসে। খোদ বিডিও-ই দাবি করেন বালুরঘাট কলেজের ভোটগণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ ও হার্ডডিস্ক চুরি গিয়েছে। এই অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্তর দাবি, “এটা পরিকল্পিত। যেহেতু বিজেপি বিষয়টি নিয়ে আদালতে যাবে। এবং আদালত সিসিটিভি ফুটেজ দেখতে চাইতে পারে, তাই আগেভাগেই সেগুলিকে হারিয়ে যাওয়ার কথা বলছেন ব্লক উন্নয়ন আধিকারিক।” যদিও তৃণমূল এই অভিযোগে কান দিতেই নারাজ। তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকির দাবি, বিজেপি যদি মনে করে আদালতে যাবে তো যাক। আইন আইনের পথে চলবে।
দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: ‘আগামী ৫ মাসের মধ্যে সরকার পড়ে যাবে’, বিস্ফোরক দাবি শান্তনুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ