Advertisement
Advertisement
CAA আতঙ্ক

CAA আতঙ্কে আরও এক মৃত্যু বাংলায়, তেহট্টে আত্মঘাতী প্রৌঢ়

বিজেপির এনআরসি ও সিএএ'র সমর্থনে মিছিল তাঁকে আরও বেশি আতঙ্কিত করে।

Panic over CAA, Bengal man hangs himself on Saturday
Published by: Subhamay Mandal
  • Posted:February 8, 2020 7:14 pm
  • Updated:February 8, 2020 7:14 pm

রমণী বিশ্বাস, তেহট্ট: সিএএ আতঙ্কে ফের আত্মহত্যা বাংলায়। এবার তেহট্টে আত্মঘাতী প্রৌঢ়। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ওই প্রৌঢ়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা বিষয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি।

সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই আতঙ্কে ভুগছিলেন তেহট্টের নাটনার সোনাদহ পাড়ার শম্ভু নাথ। নিজের ছেলের রেশন কার্ডে নাম ভুল থাকায় চাপে ছিলেন তিনি। এদিকে, বেশ কিছুদিন আগে বিজেপির এনআরসি ও সিএএ’র সমর্থনে মিছিল তাঁকে আরও বেশি আতঙ্কিত করে। ছেলের নামের বানান ভুল হয়তো তাঁকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ কিংবা জেলে। অসমের মতো ডিটেনশন ক্যাম্পে ও হতে পারে তার জায়গা। এই ভয় ও আতঙ্ক সামলাতে না পেরে শেষমেশ শনিবার দুপুরে নিজের বাড়িতে আত্মঘাতী হন শম্ভু নাথ (৫৫)।

Advertisement

[আরও পড়ুন: কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনে বিজেপি সাংসদকে জেরা CID’র]

এদিন, দুপুরে বাড়িতে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁর আত্মীয়স্বজন ও ছেলে মিলে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগেও রাজ্যে এনআরসি আতঙ্কে মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই ক্ষেত্রেও নয়া নাগরিকত্ব আইনের জেরেই আতঙ্ক গ্রাস করেছিল ওই প্রৌঢ়কে। যার ফলস্বরূপ গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন শম্ভু নাথ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। এর পিছনে অন্য কোনও কারণ ছিল কিনা তদন্ত করছে পুলিশ।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ