Advertisement
Advertisement

ইতিউতি রক্তের ছোপ, ‘অশরীরী’র আতঙ্কে সিটিয়ে সিউড়ির গ্রাম

বোঝো কাণ্ড!

Paranormal Activity in a village near Suri
Published by: Kumaresh Halder
  • Posted:December 2, 2018 6:45 pm
  • Updated:December 2, 2018 6:46 pm

নন্দন দত্ত, সিউড়ি: গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ৷ চাপ-চাপ রক্ত৷ এখানে সেখানে পড়ে রয়েছে মাথার চুল৷ তবে, তা যে কোনও পশুর নয়, নিশ্চিত বাসিন্দারা৷ গ্রামের কেউ নিখোঁজ, তেমনটাও না৷ সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি৷ অথচ রবিবার সাত সকালে গ্রামের মধ্যেই চাপ-রক্ত, মানুষের চুল! তাহলে কি ‘অশরীরী আত্মা’? আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি থানার দমদমা গ্রামে৷ স্বাভাবিক ভাবেই গ্রাম জুড়ে ছড়িয়েছে নানা গুজব। আতঙ্কিত গ্রামবাসীরা৷  

[বাংলার আকাশে পরাক্রম দেখাবে ইন্দো-মার্কিন বায়ুসেনা, উদ্বেগে চিন]

সিউড়ি থানার দমদমা গ্রাম৷ রবিবার সকালে দমদমা গ্রামের পশ্চিম পাড়ার গ্রামবাসীরা দেখেন, গ্রামের মূল রাস্তার নানা জায়গায় রক্তের ছোপ। রাস্তাজুড়ে যেখানে সেখানে চাপ চাপ রক্ত পড়ে আছে। কোথাও কোথাও মাথার চুল ছড়িয়ে৷ আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেন পুলিশে৷ সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তায় পড়ে থাকা রক্ত ও মাথার চুলের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়৷ তবে, এই ঘটনায় বাসিন্দাদের একাংশ পুলিশ কুকুরের আনানোর দাবিও জানিয়েছেন৷ অভিযোগ, বাসিন্দাদের দাবি মানেনি পুলিশ।

Advertisement

[আবগারি দপ্তরের খামতির সুযোগে শিল্পাঞ্চলে জমজমাট বেআইনি মদের কারবার]

Advertisement

এদিনের এই ঘটনা প্রসঙ্গে আতঙ্কিত বাসিন্দারা জানান, এর আগে কোনওদিন এই ধরনের ঘটনা গ্রামবাসীরা দেখেনি। তাই এই ঘটনায় নানা গুজব ছড়িয়েছে। চাঞ্চল্য দেখা দিয়েছে, গ্রামবাসীদের মধ্যে৷ স্থানীয় বাসিন্দা শেখ আনোয়ার ইসলাম বলেন, ‘‘আজ সকালে আমরা গ্রামজুড়েই দেখতে পাই, বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে রক্তের ছাপ৷ মাথার চুল, ফুলের মালা এবং একটা ভাঙা দাঁতের মতো একটা অংশ৷ আমাদের এই গ্রামের এই ধরনের ঘটনা কোনওদিন ঘটেনি৷’’ গ্রামবাসী তসলিমা বিবি জানান, ‘‘আমার বাড়িতে যে বেড়া দেওয়া আছে, সেই বাঁশের বেড়াতেও রক্তমাখা ছাপ ও চুল লেগে ছিল। আমি বিধবা মানুষ৷ মেয়েকে নিয়ে একাই বাড়িতে থাকি। ভয়ে বুক কাঁপছে৷’’ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে রক্ত ও চুলের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষায় পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ