BREAKING NEWS

১৭ চৈত্র  ১৪২৯  শনিবার ১ এপ্রিল ২০২৩ 

READ IN APP

Advertisement

রাজ্যে প্রথম! পশু চিকিৎসায় চালু হতে চলেছে ২৪ ঘন্টার অ্যাম্বুল্যান্স পরিষেবা

Published by: Sayani Sen |    Posted: January 29, 2023 4:57 pm|    Updated: January 29, 2023 4:59 pm

People For Animal to start ambulance service for animal । Sangbad Pratidin

রাজকুমার, আলিপুরদুয়ার: পথ দেখিছেন পদ্মশ্রী করিমুল হক। প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে চালু করেছিলেন বাইক অ্যাম্বুল্যান্স। এবার তাঁর দেখানো পথেই মানুষদের মতো পথের অবলা প্রাণীদের চিকিৎসা দিতেও চালু হল বাইক অ্যাম্বুল্যান্স। রাজ্যের মধ্যে প্রথম ফালাকাটায় পশুদের চিকিৎসার জন্য চালু হল বাইক অ্যাম্বুল্যান্স। পিপল ফর অ্যানিমালের ফালাকাটা ইউনিটের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হবে। ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা-সহ শহরের আরও বেশ কিছু ক্লাব, পশুপ্রেমীদের আর্থিক সাহায্যে একেবারে অত্যাধুনিক এই অ্যাম্বুল্যান্স চালু করা হবে। আগামী রবিবার ভারচুয়ালি এই অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করবেন দেশের পশু অধিকার কর্মী মানেকা গান্ধী।

কী এই অ্যাম্বুল্যান্স? পিপলস ফর অ্যানিমালের ফালাকাটা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা জন্য যা যা থাকে অ্যাম্বুল্যান্সে এখানেও তাই থাকছে। একটি বাইকের সঙ্গে বড় ধরনের বাক্স লাগানো হয়েছে। মোটা অ্যালুমিনিয়াম এবং ধাতব পাত দিয়ে বাক্সটি বানানো হয়েছে। বাক্সর মধ্যে লাগানো হয়েছে চাকা। বাক্সটিতে লোহার পাত দিয়ে বাইকের সঙ্গে জোড়া হয়েছে। বাক্সের ভিতরে থাকছে একটি স্টেচার, বেল্ট, স্যালাইনের ব্যবস্থা। এছাড়াও থাকছে অক্সিজেনের ব্যবস্থাও। সঙ্গে থাকছে পথ পশুদের প্রাথমিক চিকিৎসার জন্য যাবতীয় ওষুধপত্র। এছাড়াও ভিতরে অন্তত দু’টি পশু থাকার ব্যবস্থা রয়েছে। একই বাক্সের মধ্যে পশুদের পাশাপাশি পাখিদের উদ্ধার, চিকিৎসার ব্যবস্থাও থাকছে।

[আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের ডানা ছাঁটবে তৃণমূল? সায়নী ঘোষের মন্তব্যে জল্পনা]

পিএফএ’র ফালাকাটা ইউনিটের সভাপতি শুভদীপ নাগ বলেন, “দীর্ঘদিন ধরেই রাস্তার পশু, পাখি নিয়ে কাজ করছি। কিন্তু আহত, অসুস্থ পশুপাখিদের চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে নানা সমস্যার সন্মুখীন হয়েছি। তবে পদ্মশ্রী করিমুল হকের অ্যাম্বুল্যান্স দেখার পরেই পথ পশুদের জন্য এমন অ্যাম্বুল্যান্স চালু করার চিন্তাভাবনা করি। এক বছর ধরে ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা, একাধিক সহৃদয় ব্যক্তির সাহায্যে অবশেষে অ্যাম্বুল্যান্স তৈরি করতে পেরেছি। একেবারে বিনামূল্যে পথ পশু, পাখিদের আমরা ২৪ ঘন্টাই শুশ্রূষা করার পরিষেবা দেব। ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার বলেন, “পিএফএ’র ফালাকাটা ইউনিট পশু, পাখিদের নিয়ে ভাল কাজ করছে। তাই তারা যখন বাইক অ্যাম্বুল্যান্সের কথা বলেন আমরা আর্থিক সাহায্য করতে রাজি হই। সম্ভবত রাজ্যে পশুপাখির চিকিৎসার জন্য বাইক অ্যাম্বুল্যান্স ফালাকাটাতেই প্রথম চালু হচ্ছে। আগামী দিনেও ব্লক প্রশাসন তাদের পাশে থাকবে।”

পিএফএ’র ফালাকাটা ইউনিটের থেকে জানা গিয়েছে, বাইক অ্যাম্বুল্যান্সটি তৈরি করতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ পড়েছে। অ্যাম্বুল্যান্স চালু করতে প্রায় ৫০ হাজার টাকা দিয়ে একটি পুরনো বাইক কেনা হয়েছে। এছাড়াও বাইকের সঙ্গে থাকা বাক্স বানানো থেকে অ্যাম্বুল্যান্সের ভিতর চিকিৎসা পরিকাঠামো তৈরি করতে বাকি টাকা খরচ হয়েছে। এই টাকা ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা, কয়েকটি ক্লাব-সহ পশুপ্রেমীরা দিয়ে সাহায্য করেছেন। বাইক অ্যাম্বুল্যান্সটিতে সাদা রং করা হয়েছে। তার উপর লাল দিয়ে লেখা অ্যাম্বুল্যান্স। লাগানো হয়েছে হুটার। এছাড়াও রাতে চলাচল করতে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বাক্সটির গায়েও নানা রকমের আলো লাগানো হয়েছে। বাইক অ্যাম্বুল্যান্স রাস্তা দিয়ে চালানোর জন্য আরটিও, জেলা প্রশাসন, ব্লক-সহ বিভিন্ন জায়গায় অনুমতিও নেওয়া হয়েছে। এমনকি অ্যাম্বুল্যান্সটি চালানোর জন্য সংস্থার সদস্য রোহন রায়, দেবাশিস তালুকদার, রাহুল সাহা, সৌরিক সরকারদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

পিএফএ’র এমন উদ্যোগের কথা জানতে পেরে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলে কথা দিয়েছেন দেশের বিশিষ্ট পশু অধিকার কর্মী মানেকা গান্ধী। রবিবার তিনি ভারচুয়ালি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের প্রথম বাইক অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করবেন। গোটা দেশেই ভারচুয়ালি যাতে এই অনুষ্ঠান দেখা যায় তার ব্যবস্থাও করা হচ্ছে। সংস্থার সদস্য রোহন রায় বলেন, “পথ কুকুর, গরু, বিড়াল এবং অসুস্থ পাখিদের আমরা প্রাথমিক চিকিৎসা করব। এর জন্য কয়েকটি হেল্পলাইন নম্বর আমরা চালু করেছি। যে কেউ ফোন করে অসুস্থ পশু, পাখির খবর দিলে আমরা গিয়ে চিকিৎসা করব। প্রয়োজনে অসুস্থ পশুকে চিকিৎসার জন্য বাইক অ্যাম্বুল্যান্সে করে পশু চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হবে।”

[আরও পড়ুন: ‘BBC বিপজ্জনক, নিষিদ্ধ করা হোক’, দিল্লিতে ব্রিটিশ সংবাদমাধ্যমের দপ্তরের সামনে পোস্টার হিন্দু সেনার]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে