রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শিয়রে পঞ্চায়েত ভোট। আর সে কথা মাথায় রেখে আগামী সপ্তাহেই বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ৮ অথবা ৯ জুন এ রাজ্যে আসছেন মোদি। যোগ দেবেন জনসভাতেও। পাশাপাশি মোদি সরকারের ৯ বছর পূর্তির বিশেষ উদযাপনেও শামিল হবেন তিনি।
বঙ্গ সফরে এসে কোন কোন জেলায় যাবেন প্রধানমন্ত্রী, তার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে শোনা যাচ্ছে, পুরুলিয়ায় সভা করতে পারেন মোদি (PM Modi)। পঞ্চায়েতে জঙ্গলমহলের মন জয় করতে সেখানেও হতে পারে জনসভা। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে চারটি আসনের তিনটিতেই জয় পেয়েছিল গেরুয়া শিবির। নিজেদের গড় ধরে রাখতে অস্ত্রে শান দিতে পারেন মোদি বলে মনে করা হচ্ছে। তবে শুধু মোদিই নন, চলতি মাসে বাংলায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
[আরও পড়ুন: ‘যারা ফাঁসিয়েছে, তাদের নাম সময়মতো বলব’, বিস্ফোরক বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত আনারুল]
উল্লেখ্য, এর আগে ২২ মে কলকাতায় আসার কথা ছিল মোদির। শোনা গিয়েছিল, শহরে এসে রোজগার মেলায় যোগ দেবেন তিনি। পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করার কথা ছিল তাঁর। কিন্তু শেষমেশ তিনি আসেননি। তবে এবার তাঁর আসা একপ্রকার নিশ্চিত।
এদিকে এপ্রিল মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় এসে যোগ দিয়েছিলেন বীরভূমের জনসভায়। তারপর তিনি গত ২৫ বৈশাখ কলকাতায় আসেন রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে। সে সফরে অবশ্য কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না তাঁর। কিন্তু এবার যে বিজেপির শীর্ষ নেতৃত্ব পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই বঙ্গ সফরে আসছেন, তেমনই মত রাজনৈতিক মহলের। একুশের নির্বাচনের পর বঙ্গ বিজেপির অন্তর্কলহ বারবার প্রকাশ্যে এসেছে। আদি-নব্য লড়াইয়ে চরমে পৌঁছেছে দলীয় দ্বন্দ্ব। মোদি-শাহ-নাড্ডার বঙ্গ সফর সেই ভাবমূর্তি বদলাতে পারে কি না, সেটাই এখন বড় প্রশ্ন রাজনৈতিক মহলে।