Advertisement
Advertisement
Koustav Bagchi

নার্সিংহোমে দাদাগিরি! হাজিরা এড়িয়েও মিলল না রেহাই, বিজেপির কৌস্তভকে ফের পুলিশি নোটিস

মঙ্গলবার মোহনপুর থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Police again summons Koustav Bagchi for threatening doctors
Published by: Paramita Paul
  • Posted:July 5, 2025 6:57 pm
  • Updated:July 5, 2025 6:57 pm  

অর্ণব দাস, বারাকপুর: বেসরকারি হাসপাতালে তাণ্ডবের অভিযোগে পুলিশের প্রথম তলব এড়ানোর পর ফের দ্বিতীয়বার তলব করা হল বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। তাঁকে প্রথম নোটিসে শুক্রবার সকাল ১১টায় মোহনপুর থানায় ডেকে পাঠিয়েছিল পুলিশ। কিন্তু বিজেপির এই আইনজীবী নেতা ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সেদিন যাননি। এরপর শনিবার ফের তাকে নোটিশ পাঠিয়ে তিনদিন সময় দিয়ে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে। যদিও সেদিন তিনি যাবেন কি না তা নোটিশ পাওয়ার পর স্পষ্টভাবে জানাননি কৌস্তভ।

Advertisement

ফোনে তিনি জানিয়েছেন, “পুলিশ নোটিস দিয়েছে মানেই আমায় যেতে হবে এমন ব্যাপার নয়। আইনগত দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেব। কারণ শাসক দলের উদ্দেশ্য ভালো নয়। ওরা আমার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল। বাড়িতে হামলার আশঙ্কা ছিল। আদালতের নির্দেশে আমি নিরাপত্তা পাই। তাই এনিয়ে আমি রাজ্য পুলিশের ডিজি-সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে অভিযোগ জানিয়েছি।”

প্রসঙ্গত, বারাকপুর ওয়ারলেস মোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় গত মঙ্গলবার চিকিৎসক দিবসের রাতে বিজেপি নেতা কৌস্তভ বাগচীর আঙুল উঁচিয়ে চিকিৎসকদের হুমকি, শাসানোর অভিযোগের ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এরই প্রতিবাদে শুক্রবার সকালে বারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন কৌস্তভের বাড়ির এলাকায় বিক্ষোভ কর্মসূচি করে তৃণমূল। এনিয়ে বিজেপি নেতা বাড়ি ঘেরাও করে বিক্ষোভের অভিযোগ তুললেও তৃণমূলের দাবি, বাড়ি ঘেরাওয়ের কোন ঘটনা ঘটেনি। বিজেপি নেতার চিকিৎসকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হেনস্থা করা নিয়ে গণতান্ত্রিক পথে প্রতিবাদ জানানো হয়েছিল। বেসরকারি হাসপাতালে শুধু বিজেপি নেতা নয়, আরও অনেকে উত্তেজনা ছড়িয়েছিল বলেও অভিযোগ উঠেছিল। এনিয়ে তদন্তে নেমে কৌস্তভ-সহ আরও একজনকে চিহ্নিত করা হয়েছে বলেই খবর। তাকে রবিবার মোহনপুর থানায় হাজির হতে নোটিশ পাঠানো হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement