Advertisement
Advertisement
Salt

নামী কোম্পানির মোড়কে ভেজাল নুন বিক্রি! গুদামে হানা দিয়ে উদ্ধার ২০০০ প্যাকেট ‘নকল’ লবণ

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Police found 2000 packet of fake salt from bankura warehouse | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 12, 2023 6:54 pm
  • Updated:February 12, 2023 6:54 pm

টিটুন মল্লিক, বাঁকুড়া: এবার নুনেও ভেজাল! নামী ব্র‍্যান্ডের নকল মোড়কে ভরে দেদার বিকোচ্ছিল নিম্নমানের নুন। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের পাঁচটি গুদামে হানা দিয়ে নামী কোম্পানির মোড়কে নকল ২০০০ প্যাকেট নকল লবণ উদ্ধার করল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ কয়েক ধরে বিষ্ণুপুর শহরের বিভিন্ন বাজারে নকল নুনের রমরমা চোখে পড়েছিল দেশের একটি নুন প্রস্তুতকারী সংস্থার। সংস্থাটি লক্ষ্য করে তাঁদের প্যাকেট অবিকল নকল করে অপেক্ষাকৃত অনেক নিম্নমানের নুন বাজারে ছড়িয়ে দিয়ে মুনাফা লুঠ করছে একশ্রেণির অসাধু কারবারি। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে ওই নামী সংস্থা। নকল ব্র‍্যান্ড ব্যবহার করে নুন মজুতকারি ও তা বাজারে সরবরাহকারীদের শনাক্ত করতে নিয়োগ করা হয় একটি বেসরকারি তদন্তকারী সংস্থাকে। ওই তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তদন্ত করে জানতে পারেন, বিষ্ণুপুরের ময়রাপুকুর ও ঝাপড় মোড় এলাকার পাঁচটি গুদামে ওই নুন মজুত করা হচ্ছে। এরপরই বাঁকুড়া জেলা পুলিশের সহায়তা নিয়ে শনিবার রাতে সংস্থা নিযুক্ত তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেন ওই গুদামগুলিতে। গুদামগুলি থেকে বিপুল পরিমাণ নুন উদ্ধার করা হয়।

Advertisement

[আরও পড়ুন: সেবক থেকে ফেরার পথে গাছে ধাক্কা গাড়ির, শিলিগুড়ি সাফারি পার্কের কাছে দুর্ঘটনায় মৃত ৩]

মজুতকারী পাঁচ জন ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয় বিষ্ণুপুর থানায়। নামী সংস্থা নিযুক্তকারী তদন্তকারী আধিকারিকদের দাবি, নামী ব্র‍্যান্ডের নকল প্যাকেটে ট্রেডমার্কবিহীন নিম্ন মানের নুন বিক্রি ও সরবরাহ করার অভিযোগ জানানো হয়েছে ওই পাঁচ জনের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যবসায়ীদের দাবি, ট্রেড মার্কবিহীন ওই নুন বিক্রি বা মজুত করা বেআইনি, তা তাঁরা জানতেন না। মহকুমা পুলিশ আধিকারিক কুতুবুদ্দিন খান জানিয়েছেন, “এই অভিযান চলবে। নকল নুন মানুষের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই কারণেই নকল নুন থেকে সাবধান থাকা খুবই প্রয়োজন।”

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ